চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৫ মে। রেওয়াজ অনুযায়ী দুই মাস বা ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়ে আপ্রাণ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “যদি রেওয়াজ থাকে, নিশ্চয়ই আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার।”
বলেন, “সারা দেশে প্রায় ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থীকে নিয়ে এই পরীক্ষা আয়োজন একটি বিশাল কর্মযজ্ঞ। এটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় পরিকল্পনা সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে এবং আমরা আশাবাদী, শেষ পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে।”
শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্নফাঁস রোধে অতীতের ঝুঁকিপূর্ণ উৎসগুলোর ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি যাতে প্রশ্নপত্র কোথাও থেকে ফাঁস না হয় এবং আশা করি আমরা সফল হব। এটি আমাদের টপ প্রায়োরিটি এরিয়াগুলোর মধ্যে ছিল।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক আবরার বলেন, “পরীক্ষা একটি সংবেদনশীল বিষয়। ছাত্র, অভিভাবক, শিক্ষক সবার মানসিক চাপ থাকে। তাই কেউ যেন এ সময় বাড়তি অন্যায় চাপ সৃষ্টি না করেন।”
তিনি আরও বলেন, “যদি জেনুইন কোনো সমস্যা থাকে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া উচিত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে এর দায়-দায়িত্ব নিতে হবে। এতে অনেক ক্ষতি হয়ে যেতে পারে।”
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন ছিল। এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর দিনে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রশ্ন বিতরণ ও পরিবেশ পর্যবেক্ষণে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন কর্মকর্তারা।