'পুলিশের গুলিতেই মুন্সীগঞ্জের শাওন মারা গেছেন'
মুন্সীগঞ্জের যুবদল কর্মী শাওন পুলিশের গুলিতে মারা যাননি বলে পুলিশ সুপারের (এসপি) বক্তব্য মিথ্যা, বানোয়াট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, পুলিশের গুলিতেই মুন্সীগঞ্জের যুবদল কর্মী শাওনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে যে, ‘গান শট’।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খুলনায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনার বিএনপি নেতা মরহুম আজিজুল হাসান দুলুর রাজনৈতিক জীবনীর উপর খুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই আলোচনা ও স্মরণসভা হয়।
রুহুল কবির বলেন, মুন্সীগঞ্জের শাওনের মৃত্যু হলো পুলিশের গুলিতে। তার বুক-মুখ গুলিতে ঝাঁঝরা হলো, সবাই দেখেছে। অথচ মুন্সীগঞ্জের পুলিশের এসপি বলছেন শাওন ঠেলাঠেলিতে নেতা-কর্মীদের ছোঁড়া ঢিল লেগে মারা গেছেন। আসলে তারা মিথ্যাচার করছেন। এ ধরনের বিভ্রান্তিকর মিথ্যাচার চাপিয়ে দিচ্ছে। তারা মুন্সীগঞ্জে আক্রমণ করেছে। নারায়ণগঞ্জে, ভোলায় আক্রমণ করেছে। অধিকারের প্রশ্নে যারা নির্ভীক আন্দোলন করছে সত্যিকারের সৈনিক তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আজকে বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে। সরকারি ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে যে ‘গান শট’। অর্থাৎ যেসব ডাক্তার রিপোর্ট করেছে তারা বলেছে যে, পুলিশের গুলিতেই মারা গেছে শাওন। আর মুন্সিগঞ্জের এসপি বললেন যে, ঠেলাঠেলিতে মারা গেছে।
তিনি বলেন, আজকে ছাত্র রাজনীতির অনেক খারাপ ঘটনা শোনা যায়। ইডেন কলেজে ছাত্রলীগের কুকর্মের ঘটনা ফাঁস হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নিরীহ নেতা-কর্মীদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে।
রিজভী বলেন, তারেক রহমান আন্দোলনের তরঙ্গ তৈরি করেছেন। গুম, খুন, অপহরণ, হামলা, মামলা করে আর আন্দোলন দমন করা যাবে না। এ সময় চাল-ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করেন রিজভী।
খুলনা নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল, সাবেক ছাত্রদল নেতা সাঈদ সোহরাব সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
এমএইচ/এসএন