লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠক শুক্রবার
বিএনপি ও লেবার পার্টির লোগো
সরকারবিরোধী জাতীয় ঐক্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে এবার জোটভুক্ত বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে শুক্রবার (২৭ মে) বৈঠক করবে বিএনপি।
বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ঢাকাপ্রকাশ’কে এ তথ্য জানান।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার (২৪ মে) বিকাল সোয়া ৫ টা নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সরকারবিরোধী জাতীয় ঐক্য গঠনে সংলাপের যাত্রা শুরু করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ বৈঠক হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন—ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন প্রমুখ।
নাগিরক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এস এম আকরাম, প্রেসিডিয়াম সদস্য মোফাখরুল ইসলাম নবাব, জিল্লুর চৌধুরী দীপু, যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আবু জাহেদ মোহাম্মদ সারওয়ার, আনিসুর রহমান খসরু, মাহবুব মুকুল, মনজুর কাদের, এস এম এ কবির হাসান, আবু তালেব দেওয়ান, অহিদুজ্জামান মুহিদ, আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ সংলাপে অংশ নেন।
এমএইচ/আরএ/