ঐক্য গঠনে জামায়াতের সঙ্গেও আলোচনা করবে বিএনপি: ফখরুল
ফাইল ফটো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জোটের কথা বলছি না, তবে আমরা সরকার বিরোধী সব রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একক দাবি তৈরি করে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করব। চূড়ান্তভাবে আন্দোলনে যেতে ঐক্যবদ্ধভাবে রূপরেখা তৈরি করা হবে।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আজ থেকে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছি। আমরা ২০ দলীয় জোট এখনো বিলুপ্ত করিনি, তাই ঐক্য গঠনের প্রয়োজনে জামায়াতসহ সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।'
মঙ্গলবার (২৪ মে) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয় জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা শেষ করেছি। সেখানে বিভিন্ন দলের বিভিন্ন ফর্মুলা উঠে এসেছে। আমাদের মূল দাবি প্রথমত: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দিকে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত: এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তৃতীয়ত: সংসদ বাতিল করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে সংসদ ও সরকার গঠন করা হবে। এইসব দাবি ও প্রস্তাবনার আলোকে সরকার বিরোধী সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো শুনে সবার মতামতের ভিত্তিতে একক দাবি তৈরি করে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করব।
বিএনপির মহাসচিব বলেন, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিক্ষোভ-সমাবেশ করেছি, এতে আওয়ামী লীগ কিছুটা নার্ভাস ফিল করছেন। বিক্ষোভ সমাবেশ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতির লেখনি ভাষা আমরা মনে করি আর একটা হুমকি দিলেন তিনি।
এমএইচ/আরএ/