গণঅধিকার পরিষদে ১৯ নতুন মুখ
নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের আংশিক বর্ধিত কমিটি গঠন করা হয়েছে। নতুন এই রাজনৈতিক দলে বেশ কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, আমলা শিক্ষক জায়গা পেয়েছেন।
শনিবার (২১ মে) গণঅধিকার পরিষদের আংশিক বর্ধিত কমিটির নাম প্রকাশ করা হয়। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে জাতির এই ক্রান্তিলগ্নে গণঅধিকার পরিষদের নতুন নেতৃত্ব আগামীর বাংলাদেশ বির্নিমানে জাতিকে পথ দেখাবে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৯ জন, যুগ্ম সদস্য সচিব ৪ জন, সহকারী সদস্য সচিব ২ জন এবং ৫ জনকে সদস্য করা হয়েছে। যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন-কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, চৌধুরী আশরাফুল বারী নোমান, অধ্যাপক (অব.) ড. আবদুল মালেক ফরাজি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক হাবিবুর রহমান, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, মেজর (অব.) ড. বদরুল আলম সিদ্দিকী, জেলা ও দায়রা জজ (অব.), শামস- উল- আলম খান চৌধুরী, অধ্যাপক ড. মাহবুব হোসেন।
যুগ্মসদস্যসচিব হলেন যারা- মো. তারেক রহমান, স্কোয়াড্রন লিডার (অব.) মাহমুদ আলী, লে. কমা. (অব.)মুহা. আব্দুল বাসেত, ওয়াহেদুর রহমান মিল্কি।
সহকারী সদস্যসচিব পদে জায়গা পেলেন যারা-শামসুদ্দিন আহমেদ, আনিসুর রহমান মুন্না।
এ ছাড়া সদস্য পদে রয়েছেন-প্রিন্সিপাল এম.এ মালেক, শাহরুখ খান (আজাদ), কাজী মোকলেস নুর আলম মোল্লা ও মো.শহিদুল ইসলাম।
এসএম/এমএমএ/