ক্ষমতায় থেকেও ভালো নেই সরকার: মোশাররফ
ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকেও ভালো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘ক্ষমতায় থেকেও ভালো নেই, তাদের ঘুম হয় না। তাই এই অসংলগ্ন বক্তব্য আসে। যদি আগের রাতে তার ঘুম হতো তাহলে এ ধরনের বক্তব্য তিনি দিতে পারতেন না।’
শনিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর ৭ম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম।
প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছেন অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে নাকি টুস করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী যখন কথা বলে তখন সেটা নির্দেশ। খালেদা জিয়া জনগণের নেত্রী। টুস করে তাকে ফেলে দেওয়ার কথা বলে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সেই নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন।’
নির্বাচন কমিশন প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির ঘোষণা করেছে বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এ কারণে এই নির্বাচন কমিশন গঠনের সময় যে সিলেকশন কমিটির নামে নাটক হয়েছে সেখানে বিএনপির অংশ নেয়নি। আমরা জানি না এই নির্বাচন কমিশন কারা? আমরা তাদের কোনো ভাবেই দাম দেই না। আমরা তাদের কোনো ভাবেই স্বীকৃতি দেই না।’
তিনি বলেন, ‘আমরা যে নির্বাচন চাই সেটি হবে এ দেশে শেখ হাসিনার পদত্যাগ বা পতন, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। ওই নির্দলীয় নিরপেক্ষ সরকার যখন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বিএনপি কথা বলব।’
মোশাররফ বলেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের যা অবস্থা তার সবটুকু প্রকাশ হচ্ছে না। বিদেশ থেকে বাংলাদেশে যেসব ঋণ নিচ্ছে তার তথ্য প্রকাশ করছে না।
এখন পর্যন্ত চাপাবাজি করছে এই সরকার। সরকার বলছে, অর্থনীতি ভালো আছে। ২ মাস আগে যে ডলারের দাম ৮২ টাকা ছিল, সেটা এখন ১০২ টাকা। এটাকে নিয়ন্ত্রণ করবে কোনো কিছুই আসলে নিয়ন্ত্রণে নেই।
সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ।
এমএইচ/এমএমএ/