বিএনপি থেকে পদত্যাগ করলেন সাক্কু
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কু। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ হওয়ার পর বিএনপি থেকে পদত্যাগ করলেন তিনি।
বৃহস্পতিবার (১৯ মে) বিকালে মনিরুল হক সাক্কুর পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কবির হোসেন।
এ বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, আজ আমার মনোনয়নপত্র বৈধ ষোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর কাছে পাঠানো হয়েছে। পদত্যাগপত্রের অনুলিপি বিএনপি মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। কিন্তু দলীয় বিভিন্ন কার্যক্রমে অংশ না নেওয়াসহ বিভিন্ন কারণে দলের কেন্দ্রীয় সদস্য পদ থেকে সাক্কুকে অব্যাহতি দেয় বিএনপি। কুসিক নির্বাচনকে সামনে রেখে এবার সংগঠনের জেলা কমিটির পদ থেকে নিজেই সরে দাঁড়ালেন তিনি।
এর আগে আজ দুপুরে কুসিক নির্বাচনে অপর মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা মহানগর শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। কুসিক নির্বাচনে বিএনপি অংশ না নিলেও মেয়র পদে লড়ছেন দলের এই দুই নেতা।
এসজি/