খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন: ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে সেখান থেকে নদীতে ফেলে দেওয়া উচিত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে অশালীন ও অরাজনৈতিক বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নীলফামারী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তিনি যেভাবেই প্রধানমন্ত্রিত্বে আসুক না কেন, একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে এমন বক্তব্য দিতে পারেন। তার এই বক্তব্যে আমরা যারা রাজনীতি করি, রাজনীতি নিয়ে ভাবি, রাজনৈতিক চিন্তা করি আমরা কল্পনাও করতে পারি না যে একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে অরাজনৈতিক অশালীনভাবে একজন বিরোধী দলের সভা নেত্রীকে এভাবে হুমকি দিতে পারেন।
কর্মী সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের বিভিন্ন অপরিকল্পিত সিদ্ধান্তের নিন্দা জানান মির্জা ফখরুল।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এসজি/