সৈয়দপুরে কর্মীসভায় মির্জা ফকরুল
গণতন্ত্র পুনরুদ্ধারে নেতা-কর্মীদের ‘জেগে ওঠার’ আহ্বান
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলের নেতা-কর্মীদের ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চাইলে আন্দোলনের বিকল্প নেই। শহীদ জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ যদি আমরা বাস্তবায়ন করতে চাই এবং দেশের মানুষের অধিকার যদি ফিরিয়ে আনতে চাই, আন্দোলন, আন্দোলন, আন্দোলন ছাড়া বিকল্প নেই। কারণ দূর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উচ্ছেদ করেই আসন্ন ভয়াবহতা থেকে পরিত্রাণ সম্ভব। নয়তো চরম খেসারত দিতে হবে পুরো জাতিকে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। শহরের শহীদ ডা. জিকরুল হক রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী ইশরাক হেসেন, রংপুর বিভাগীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র সদস্য সচিব শাহীন আখতার শাহীন। কর্মীসভায় আরও বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় আহ্বায়ক সামসুজ্জামান শামু, রংপুর জেলা আহ্বাবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাবু, সৈয়দপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া, সৈয়দপুর পৌর আহ্বায়ক শেখ বাবলু, সদস্য সচিব এরশাদ হোসেন পাপ্পু, কিশোরগঞ্জ উপজেলা আহ্বায়ক তারিকুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা সদস্য সচিব কাজী জুয়েল, সৈয়দপুর ওলামাদল যুগ্ম আহবায়ক কাজী সাইদুল ইসলাম, ছাত্রদল সভাপতি শফিকুল ইসলাম বাবু, মহিলাদল সভাপতি রওনক আফজাল রিনু, কৃষকদল সদস্য সচিব সাদিদুজ্জামান সরকার দিনার প্রমূখ।
মীর্জা ফখরুল ইসলাম আরও বলেন, লুটেরা, খুনি ও হিংসাপ্রবণ সরকার আজ আমাদের বুকে পাথরের মত চেপে বসেছে। এদের ক্ষমতাচ্যুত করা ছাড়া জনগণের মুক্তি নাই। তাই দেশবাসী জনবান্ধব দেশপ্রেমিক দল বিএনপি'র দিকে চেয়ে আছে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে জন আকাঙ্খা পূরণে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। অতীতের মত আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নির্দেশে দেশবাসীকে রক্ষায় যে কোন আন্দোলনের ডাক আসলে ডান বাম না দেখে সোজা রাজপথে নামার জন্য নির্দেশনা দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এবার তরুন প্রজন্মের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এই স্বৈরাচার সরকারকে সংসদ ভেঙ্গে বিদায় নিতে হবে। দেশের মানুষ আর এই নির্যাতন নিপীড়নকারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে আগামী একসপ্তাহের মধ্যে নেত্রীর বাড়ির সামনে অবস্থান কর্মসূচী পালন করা হবে। এবং এই কর্মসূচীই হবে লুটেরাদের বিররুদ্ধে চুড়ান্ত আন্দোলন। যা পতন নিশ্চিত করে জনগণের হাতে তাদের ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপুর স্ত্রী ও মেয়ের হাতে দলের পক্ষ থেকে ৩ লাখ টাকার অর্থ সহায়তার চেক তুলে দেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সভা শেষে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে সড়কপথে রওনা করেন। কর্মীসভাটি সঞ্চালনা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক প্রভাষক শওকত হায়াত শাহ।
এএজেড