৭ মিনিটে পদ্মা সেতু পার হবেন: ওবায়দুল কাদের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অহেতুক দোষ দেবেন না। চ্যালেঞ্জ করছি শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। পদ্মা সেতু হয়ে গেল মানুষ খুশি, ফখরুল সাহেবের মন খারাপ। দেশের মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়। মানুষ ভালো থাকলে বিএনপি নেতাদের মন খারাপ। পদ্মা সেতু ৬.১৫ কিলোমিটার সাড়ে ৬ থেকে ৭ মিনিটে চলে যাবেন। আর এমনি যেতে লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।’
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, জাতির স্বপ্ন পদ্মা সেতু। বিশ্ব ব্যাংক আমাদের অপবাদ দিয়ে বঙ্গবন্ধু পরিবারকে হেনস্তা করে, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, ববি সবাইকে এ পদ্মা সেতুর জন্য হেনস্তা হতে হয়েছিল। কানাডার আদালত আমাদের নির্দোষ প্রমাণ করে দিল। শেখ হাসিনার সাহস সততার সোনালী ফসল এই পদ্মা সেতু। বাংলাদেশের সামর্থ্যের স্মারক এ পদ্মা সেতু।
তিনি বলেন, পদ্মা সেতুতে আগামী জুন মাসে গাড়ি চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই সময় দেবেন। আমরা তার সময় মতো পদ্মা সেতু উদ্বোধনের তারিখ সেতু বিভাগ থেকে প্রেস কনফারেন্স করে জাতিকে জানিয়ে দেব।
কাদের বলেন, শেখ হাসিনা এসেছিলেন বলে আজকে ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। অনেক দুর্ভোগ হয়েছে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত আসতে। বাস র্যাপিড ট্রানজিটের নিচের দিকের কাজ ৭৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। সামনে আর দুর্ভোগ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। কাজ সমাপ্তির পথে।
বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, পদ্মা সেতুর ব্যয় নিয়ে মির্জা ফখরুল কথা বলেন, পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আমাজানের মতো এরকম স্রোত আর কোনো নদীতে নেই। সাংঘাতিক খরস্রোতা নদী। এখন সাত মিনিটে চলে যাবেন। খরচের কথা বলেন? ৩০ হাজার ১৯৩ কোটি টাকার এ প্রকল্প। প্রকল্পের প্রাইসেস কালেকশন হবেই। কীভাবে নদী বেকেছে এখান দিয়ে কাজ শুরু করি ওখান দিয়ে ভাঙে কাজ শুরু করাই ছিল এক দুষ্কর ব্যাপার কঠিন ব্যাপার। ট্যাক্স কালেকশন হবে না? ডলারের মূল্য বৃদ্ধি হয়নি? অহেতুক দোষ দেবেন না। চ্যালেঞ্জ করছি। শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, যারা অপবাদ দেন তাদের আজকে বিশ্বব্যাংকের বক্তব্যের দিকে নজর দিতে বলি। বিশ্ব ব্যাংক অবশেষে নিজেরাও স্বীকার করেছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে ভুল করেছে। আর আপনারা অপবাদ দিচ্ছেন।
এসএম/এসএন