দেশ রক্তপাত ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী সরকারের শাসনামলে কেবল বিরোধী দলের নেতা-কর্মীরাই নয়, সাধারণ মানুষের জীবনও আজ চরম নিরাপত্তাহীন। নারী ও শিশুরাও দুস্কৃতিকারীদের শিকার হচ্ছে।'
পিরোজপুরে খ্যাতিমান সাংবাদিক আমির খসরু’র মা সিতারা বেগমকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সোমবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু বিচারের অভাবে সারাদেশেই দুর্বৃত্তরা দাপিয়ে বেড়াচ্ছে। সাংবাদিক আমির খসরুর মা সিতারা বেগমকে নিষ্ঠুরভাবে শ্বাসরোধ করে হত্যা তারই ধারাবাহিকতা।
বিবৃতিতে বলা হয়, 'বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর আমলে দেশ যে রক্তপাত ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে তা আবারো প্রমাণিত হলো। এধরণের ন্যাক্কারজনক ও হৃদয়বিদারক হত্যার ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।'
মির্জা ফখরুল বলেন, 'সিতারা বেগমকে শ্বাসরোধ করে পৈশাচিকভাবে হত্যা করার ঘটনা শুধু অমানবিকই নয়, এটি কাপুরোষোচিত। আমি অবিলম্বে সিতারা বেগম এর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। একই সঙ্গে সিতারা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'
এমএইচ/এএস