আওয়ামী লীগ মেয়র প্রার্থী আরফানুলকে সতর্ক করল ইসি
নির্বাচনী আচারণবিধি ভঙ্গের দায়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সতর্ক করল নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে আচারণবিধি প্রতিপালনের জন্য একটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
সোমবার (১৬ মে) বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জস) ও যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়-কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নোত্তর মিছিল ও একটি সভা অনুষ্ঠানের ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি তদন্ত করা হয়। উল্লিখিত তদন্ত প্রতিবেদনের বিষয়ে ১৬ মে কমিশনে আলোচনা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশন উপলক্ষে উল্লিখিত মিছিল ও সভা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর পরিপন্থি।
উল্লিখিত কার্যক্রম আচরণ বিধি পরিপন্থি হলেও অনিচ্ছাকৃতভাবে সংঘটন ও প্রথমবারেরর মত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের না করে পরবর্তীতে পূনরাবৃত্তি রোধকল্পে বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আরফানুল হক রিফাতকে সতর্ক করা হয়েছে।
তা ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে পরবর্তীতে নির্বাচন পূর্ব সময়ে আচরণ বিধি ভঙ্গের কোন ঘটনা না ঘটে বা আচরণ বিধি ভঙ্গের উপক্রম না হয় অথবা আচরণ বিধি প্রতিপালন নিশ্চিন্ত হয় তার জন্য আচরণ বিধিমালার সংশ্লিষ্ট বিধি অবহিত করে জাতীয় সংসদের ২৫৪ কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্যকে পত্র দেয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
এসএম/এমএমএ/