লড়াই করে বিজয়ী হওয়ার বিকল্প নেই: নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'যদি কোনো ক্ষমতাসীন সরকার সিদ্ধান্ত নিয়ে নেয়, তারা ক্ষমতা ছাড়বে না, যেকোনো ভাবে ক্ষমতা ধরে রাখবে, এর জন্য যেকোনো ধরনের শর্ত-আপস-ষড়যন্ত্রে রাজি আছে তাহলে সেই সরকারকে লড়াই ছাড়া পরাজিত করার বিকল্প কিছু নেই। তাদের যুক্তি-আলোচনা করে বুঝানোর কিছু নেই। কারণ তারা জানে নির্বাচন হলে জনগণের ভোটে বিজয়ী হতে পারবে না।'
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৫ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি এ আলোচনা সভার আয়োজন করেছে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, 'কিসের উন্নতি? কথায় কথায় বলা হয় নিজের টাকায়, নিজের টাকা মানে কী- আপনার পরিবারের টাকা। টাকা হচ্ছে রাষ্ট্রের, রাষ্ট্রের জনগণের টাকা।'
নজরুল ইসলাম বলেন, 'আমদানি বাড়ছে, রপ্তানি কমছে, রেমিট্যান্স কমেছে, ঋণের বোঝা বাড়ছে, এর থেকে মুক্তি পেতে লড়াই করে বিজয়ী হওয়ার বিকল্প নেই। সেই লড়াইটা হতে হবে ঐক্যবদ্ধভাবে।'
তিনি বলেন, 'আমাদের লড়াই করতে হবে, লড়াইয়ের ময়দানে দেখবেন অনেকে নতুন যুক্ত হবে, আবার অনেকেই ঝরে যাবে- অনেকে দালালি করবে, অনেকে লোভে পড়বে, আবার অনেকেই ষড়যন্ত্রের শিকার হবে। ফলে জনগণের যে শক্তি অবশিষ্ট থাকবে তাদের নিয়ে জনগণের পক্ষে আমরাই চলব।'
আন্দোলন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, 'অধিকার আদায়ে লড়াইয়ের ময়দান নির্ধারণ করবে কে কতটা বীর। মুখের কথায় হবে নয়, প্রয়োজনে জান দিতে হবে- গুলি খেতে হবে, কিন্তু সরকার পতন না ঘটিয়ে পিছিয়ে যাওয়া যাবে না। সবাই মিলে আন্দোলন করতে হবে।'
'লড়াইয়ের ময়দানে প্রতি মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন হয় নেতৃত্বদানকারী সেনাপতি পরিস্থিতি বিবেচনা সিদ্ধান্ত নেয়। সেই লড়াইয়ে আমরা যদি বর্তমান নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পারি- তাহলে এ দেশ শেষ হয়ে যাবে, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা অশান্তি অতৃপ্তি নিয়ে মরে যেতে হবে।'
তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। এ পরিবর্তিত আকাঙ্ক্ষা যাদের রাজনীতিতে থাকবে তারাই আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে, এটাই ইতিহাস।'
এসএন