আমিরাত প্রেসিডেন্টের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
শুক্রবার (১৩ মে) এক শোক বার্তায় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবার এবং সে দেশের শোকার্ত নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানান জাপা চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মধ্যপ্রাচ্যের নেতা হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান অসামান্য অবদান রেখেছেন।
তিনি বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শোকবার্তায় তিনি আশা প্রকাশ করে বলেন, সংযুক্ত আরব আমিরাতের পরবর্তী নেতৃত্বও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের ধারা অব্যাহত রাখবেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
শুক্রবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন তিনি।
এসএম/আরএ/