আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান ডা. দীপু মনির
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। আমরা চাইব তারা যেহেতু একটি রাজনৈতিক দল, তাই আসন্ন নির্বাচনেও তারা অংশগ্রহণ করবে।
বুধবার (১১ মে) রাজধানীর আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) রিভিউ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আমরা সবসময় নির্বাচনমুখী। নির্বাচন ছাড়া কোনো প্রদ্ধতিতে আওয়ামী লীগ দেশ পরিচালনায় আসেনি। আমরা চাই সব দলের অংশগ্রহণে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন।
করোনাকালীন শিক্ষার ঘাটতি পুষিয়ে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালে নানান ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন শিক্ষায় নানা নীতিবাচক প্রভাব পড়েছে। তবে করোনায় আমরা নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, প্রযুক্তির ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠেছি। করোনায় আমাদের সব শিক্ষার্থীরা অনলাইনে গবেষণার সুযোগ পায়নি। আবার যারা পেয়েছে তাদেরও কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য আমরা কাজ করে চলেছি। একইসঙ্গে সর্বস্তরে শিক্ষার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হোক।
৮ম শ্রেণীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে রেজিষ্ট্রেশন ফি বেশি নেওয়া হচ্ছে–এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, সরকার নির্ধারিত ফিসের থেকে বেশি ফি যদি কেউ দাবি করে সেই তথ্য আমরা সুর্দিষ্টভাবে পেলে অবশ্যই ব্যবস্থা নেব।
এনএইচবি/এসএ/