মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

আওয়ামী লীগের শনিবারের বৈঠকে যেসব সিদ্ধান্ত আসতে পারে

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আগামী শনিবার (৭ মে) অনুষ্ঠিত হবে। এই সভায় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের তারিখ চূড়ান্তসহ সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকাল সাড়ে ৫টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে।

দীর্ঘ দিন পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সভা বসছে। কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলকর্মী- সবার দৃষ্টি এখন এই বৈঠকের দিকে। দলের সাংগঠনিক দুর্বলতা ও করণীয় নিয়ে নেতাদের কথা শুনবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণত অন্যান্য সময় আওয়ামী লীগ সভাপতি নেতাদের কথা মন দিয়ে শোনার পর প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। এবারও তাই করবেন বলে মনে করছেন দলীয় নেতারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে কারা

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সভাপতিমণ্ডলীর সদস্য, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, দলের কোষাধক্ষ্য ও সভাপতিমণ্ডলীর সদস্যেদের আলোচনাক্রমে সভাপতিকর্তৃক মনোনীত ২৮ জন সদস্যসহ মোট ৮১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। আওয়ামী লীগের শাখাসমূহের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এই কার্যনির্বাহী সংসদ।

সভায় যে বিষয়গুলো গুরুত্ব পেতে পারে

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল ও সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলের তারিখ নির্ধারণ এই সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে। তা ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন ও নির্বাচনের বৈতরণী পার হওয়ার কর্মকৌশল ঠিক হতে পারে বলে জানা গেছে। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই সবগুলো সহযোগী সংগঠনের কাউন্সিল অনুষ্ঠিত হয়ে থাকে। তাই এবারও জাতীয় কাউন্সিলের আগেই সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে তোলা হবে। ছাত্রলীগের কেন্দ্রীয় কাউন্সিলেরও নির্দেশনা আসতে পারে।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলকে শক্তিশালী করাই এবারে কাউন্সিলগুলোর মূল লক্ষ্য। এ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হতে পারে।

সহযোগী সংগঠনগুলোর কবে-কোনটার মেয়াদ পূর্ণ হবে

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠন ৭টি। সেগুলো হলো- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে গণ্য হবে। ‌

তবে জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ তাদের স্ব-স্ব সংগঠনের গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হবে।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মতো সহযোগী সংগঠনগুলোর মেয়াদও তিন বছর মেয়াদী। তাই অনেক সংগঠনেরেই মেয়াদ পূর্ণ হওয়ার পথে।

ক্যাসিনো কাণ্ডের পর সহযোগী সংগঠনগুলোতে বড় ধরনের ধাক্কা লাগে। ২০১৯ সালের ২৩ নভেম্বর আওয়ামী লীগ যুবলীগের কাউন্সিল হয়। সেবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক করে যুবলীগ গঠন করা হয়। একই দিন স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ আরও যেসব সহযোগী সংগঠন রয়েছে সেগুলোর মেয়াদ শেষ হওয়ার পথে।

বৈঠক সম্পর্কে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ এদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল। আওয়ামী লীগ ক্ষমতায় থাক বা না থাক এটি এমন একটি দল দেশের বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে সব সময়ই অ্যাকটিভ থাকে, তৎপর থাকে। কাজেই আমাদের কর্মকাণ্ড কখনই বসে থাকে না। এটা একটা ডায়নামিক রাজনৈতিক দল। সব সময় বিভিন্ন বিষয়ে তৎপরতা অব্যাহত থাকে। আমাদের সম্মেলন একটা রুটিন কাজ। তিন বছর পর পরই সম্মেলন করি। সম্মেলনও তিন বছর পরে হবে, তার জন্য যেসকল প্রস্তুতি দরকার ঘোষণাপত্র ও গঠনতন্ত্র আপডেট করে যুগোপযোগী করার কাজ চলছে। সম্মেলনে দলের কাউন্সিলররা নতুন নেতৃত্ব নির্বাচন করবে।’

সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আগামী জাতীয় কাউন্সিলের আগেই দলের সকল পর্যায়ের কমিটি গঠন করতে হবে। সহযোগী সংগঠনগুলোর যেগুলো মেয়াদপূর্ণ হয়েছে সেগুলো কাউন্সিলের আগেই নতুন কমিটি গঠন করতে হবে। সামনে সময় বেশি নেই। মে, জুন, জুলাই তিন মাস। আগস্ট মাস শোকের মাস হওয়ায় আমরা অনেক কাজ বন্ধ রাখি। তাই হাতে সময় কম।

এসএম/এপি/টিটি

Header Ad
Header Ad

জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের পাশাপাশি বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক পাকিস্তানেরও। ২৭ ফেব্রুয়ারি দুই দল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে। নিয়মরক্ষার এই ম্যাচ শেষেই বাংলাদেশে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল।

তবে দ্রুতই আবার পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর মে মাসে, পাকিস্তানেই। এফটিপির আওতাভুক্ত এই সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

শুধু তাই নয়, মাস দুয়েকের মধ্যেই আবারও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এবার অ্যাওয়ে নয়, হোম সিরিজে। জুলাই-অগাস্টে পাকিস্তানকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্টের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই প্রস্তাব দেন। জানা গেছে, বিসিবির দেওয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত চার-পাঁচ বছরে বাংলাদেশ-পাকিস্তান বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে। ২০২০ সালে প্রায় বারো বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফর করে পাকিস্তান। এছাড়া, ২০২৪ সালে দেশটিতে দুটি টেস্ট খেলতে গিয়েছিল টাইগাররা।

Header Ad
Header Ad

টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান

টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান। ছবি: ঢাকাপ্রকাশ

স্বাস্থ্যসেবা খাতে নানা অনিয়মের অভিযোগে এনে টাঙ্গাইল পৌরসভা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভাশিস দাসের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বাস্থ্য সেবা খাতে নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: বিপ্লব হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন জানান, টাঙ্গাইল পৌরসভার স্বাস্থ্যসেবা খাতে ঔষধ ক্রয়ের অনিয়মসহ আরও কিছু অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়া গেছে এবং বিভিন্ন বিষয়ে তথ্য নেয়া হয়েছে, সেগুলো যাচাই করার পর আরও বিস্তারিত জানানো যাবে।

এছাড়াও টাঙ্গাইল পৌরসভার স্বাস্থ্যসেবা খাত মেডিকেল অফিসার ছাড়াই ইঞ্জিনিয়ারিং শাখার সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভাশিস দাস অফিস আদেশের ভিত্তিতে দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছেন বলেও তার কাছ থেকে জানা যায়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রবিউল ইসলাম, বাসেদ আলী, সহকারী পরিদর্শক মিরাজুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ ও ১৯ জানুয়ারি “স্বাস্থ্য সেবার নামে বিলের টাকা আত্মসাৎ” শিরোনামে জাতীয় এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সংবাদের প্রেক্ষিতে নড়েচড়ে বসে দুদক।

Header Ad
Header Ad

ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচনে দায়িত্ব পালন করা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

৮২ কর্মকর্তার মধ্যে একজন অতিরিক্ত আইজি ও ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার। অন্যরা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র‌্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে নিয়েছে সরকার।

পুলিশের সাবেক আজিপি বেনজির আহমেদ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার পাশাপাশি এক সময় র‌্যাবে দায়িত্ব পালন করা কয়েকজন সেনা কর্মকর্তার নামও রয়েছে এই তালিকায়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালের দশম ও ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত ও সমমনারা বর্জন করে। তবে ২০১৮ সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করে নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার অভিযোগ ওঠে।

গণআন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার।

পুলিশ কর্মকর্তাদের পদক প্রত্যাহার এবং ওএসডি করা ছাড়াও একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা সেসময়ের ৩৩ ডিসিকে ওএসডি করা হয়েছে। সবশেষ তারা যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন।

ওএসডি করা কর্মকর্তাদের তালিকা-

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান
টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান
ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
পদোন্নতি পেয়ে সচিব হলেন ৭ জন অতিরিক্ত সচিব
দেশজুড়ে ডেভিল হান্টে আরও ৬৩৯ জন গ্রেপ্তার
এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক
ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি