মান্নানের চলে যাওয়ায় রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে: ফখরুল
দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের মৃত্যুতে সামগ্রিক রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আব্দুল মান্নানের জানাজার নামাজে অংশ নেওয়ার আগে তিনি এ কথা বলেন।
জানাযায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদীন ফারুক, যুগ্মসচিব হাবিব উন নবী খান সোহেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এম এ মান্নান সত্যিকারের তৃণমূলের নেতা। জনগণের নেতা। তার মৃত্যুতে গাজীপুরের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হলো।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের আগ্রাসনে মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন অধ্যাপক এম এ মান্নানের চলে যাওয়া সামগ্রিক রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করল। শুধু গাজীপুরের নয়, সারাদেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ছিল।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আব্দুল মান্নানকে গাজীপুর জয়দেবপুর রাজবাড়ী মাঠে জুম্মা নামাজের জানাজা এবং এরপর সালনা স্কুল মাঠে নামাজের জানাজার পর সালনা পারিবারিক করব স্থানে বাবা-মার ও স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।
এসএন