শোকজ করা হতে পারে যুব মহিলা লীগের তুহিনকে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের শোকজ নোটিশ পেতে পারেন যুব মহিলা লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিন। যিনি যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি। দশম সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়ার সময় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি ঘটে।
সেই সময় সাবিনা আক্তার তুহিন দলের সিনিয়র নেতাদের প্রবেশে বাধা সৃষ্টি করেন এবং যুব মহিলা লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাল্যদানে বাধা প্রদান করেন বলে অভিযোগ উঠেছে। সেদিনের ভিডিও ফুটেজেও তার খারাপ আচরণ কেন্দ্রীয় নেতাদের গোচরীভুত হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জবাব চাওয়া হবে বলে ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।
তিনি বলেন, গতকাল আমাদের সকলের আবেগের জায়গা ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্যদানকে কেন্দ্র করে সে অপ্রিতিকর পরিস্থিতি সৃষ্টি করে। সাবিনা আক্তার তুহিন কিছু মেয়েদের নিয়ে সামনে অবস্থান করে আমাকেসহ কেন্দ্রীয় নেতাদের অনেককেই যেতে দেন না। বার বার বলার পরও তিনি সেখান থেকে সড়ে যাননি। তাই কেন্দ্র থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে শোকজ করার জন্য। আগামীকাল বিজয় শোভাযাত্রা শেষে আমরা বসে সিদ্ধান্ত নেব।
এসএম/এসআইএইচ/