দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) টিআইবির ধানমন্ডি ২৭ নম্বর সড়ক কার্যালয়ে লেভেল ৫-এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‘অতিমারিতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রভাব’ বিষয়ক প্রতিযোগিতায় কার্টুন প্রতিযোগিতা আহ্বান করেছিল। এতে দু’টি বিভাগে ১১৮ জন কার্টুনিস্টের আঁকা মোট ১৬৮টি কার্টুন জমা পড়ে। কার্টুন প্রতিযোগিতার বিজয়ী ও বিশেষ মনোনয়নপ্রাপ্ত ৩৯ জন কার্টুনিস্টের মোট ৫৩টি কার্টুন নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনী।
১৩ থেকে ১৮ বছর বয়সিদের ‘ক’ বিভাগে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষাথী মো. ইসমাইল মাহমুদ প্রথম, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের মুগ্ধ রায় নিবিড় দ্বিতীয় এবং কুমিল্লা ক্যাডেট কলেজের মো. সাকলাইন মোস্তাক সাফি তৃতীয় স্থান অধিকার করেন।
১৯-২৫ বছর বয়সিদের ‘খ’ বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর মালেক প্রথম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজন নন্দী দ্বিতীয় এবং সিটি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী রেহনুমা প্রসূন তৃতীয় স্থান অধিকার করেন।
উভয় গ্রুপের বিজয়ী তিনজনকে যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার, ৪০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এ ছাড়া দু’টি বিভাগ থেকে মোট ৩৩ জন কার্টুনিস্টকে বিশেষ মনোনয়ন দেওয়া হয়।
এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এসএএইচ/এসএন