অবহেলায় রোগীর মৃত্যু, চিকিৎসক বরখাস্ত
ছবি : সংগৃহীত
অবহেলা ও ভুল চিকিৎসার কারণে প্রসূতি রোগীর মৃত্যুর ঘটনায় ডা. মনজুরুল হককে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনে এ আদেশ জারির দিন থেকে এটি কার্যকর হবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অপারেশনের পূর্বে রোগীর কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেননি ডা. মনজুরুল হক। এ ছাড়া প্রি-অ্যানেসথেটিক চেক-আপ ছাড়া নিজেই স্পাইনাল অ্যানেসথেসিয়া দিয়ে অপারেশন করেন তিনি। তার এ গাফিলতির কারণে প্রসূতি রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন রোগীর অভিভাবকরা।
ডা. মনজুরুল হকের প্রাক্তন কর্মস্থল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য উপজেলায় গিয়ে একটি বেসরকারি ক্লিনিকে এ প্রসূতি রোগীর অপারেশন করেন তিনি। বরখাস্তের আদেশ পর্যন্ত তিনি কক্সবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ওই বিভাগের ১৪ নভেম্বর, ২০১৯ ইং তারিখের ৫৪৯ নম্বর স্মারকমূলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণের দায়ে বিভাগীয় মামলা রুজু করা হয়।
পরবর্তীকালে দুই দফায় তার কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক বলে বিবেচিত না হলে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একমত পোষণ করেছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে ওই প্রজ্ঞাপনে।
টিটি/