ঈদযাত্রার চতুর্থ দিনেও হয়নি শিডিউল বিপর্যয়, ভিড় কম

ছবিঃ সংগৃহীত
ঈদযাত্রার চতুর্থ দিনও স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই শিডিউল বিপর্যয়ের কোন খবর। ঝামেলাহীন ঈদযাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন যাত্রীরা। তবে, সড়কপথে এখনও বাড়েনি যাত্রীর চাপ।
সরেজমিনে ঘুরে বৃহস্পতিবার (২৭ মার্চ) দেখা যায়, ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তির চিত্র কমলাপুর রেলস্টেশন জুড়ে। যাত্রী আগের মত হলেও নেই চিরচেনা ভিড়। দেখা মেলেনি দীর্ঘ অপেক্ষায় থাকা গন্তব্যে পৌঁছানো কোন যাত্রীর।
ঝামেলাহীন নাড়ির টানের যাত্রায় সবার মুখে স্বস্তির হাসি। স্বস্তি প্রকাশের পাশাপাশি যাত্রীরা দাবি জানান ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তায় স্টেশনজুড়ে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। আর টিকিট কালোবাজারি রোধে বাড়তি নজরদারি করছে রেল কর্তৃপক্ষ।
ট্রেনের যাত্রী থাকলেও বাস স্টেশনগুলোতে এখনও নেই যাত্রীর চাপ। রোজা-গরম আর ট্রেন যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় যাত্রী সংকট বলছেন বাস কাউন্টারের দায়িত্বরতরা।তবে সরকারি ছুটি শুরু হলে যাত্রী বাড়ার আশা তাদের।
