বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার আরও ৫২৯

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫২৯ জনকে। এছাড়া এ অভিযানসহ অন্যান্য অভিযানে একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫০৩ জনকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টা ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিশেষ এই অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেগুলোর মধ্যে আছে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটার গান, ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সীসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলনা পিস্তল।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, গতকাল রাতে কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হয়। দ্রুত ১৫ থেকে ২০ জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে লুটপাট হচ্ছে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষকে জড়ো করা হয়। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই শিক্ষার্থীদের কয়েকজনকে বাসার ছাদে নিয়ে পেটানো হয়। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটায় স্থানীয় বাসিন্দারা।

এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

Header Ad
Header Ad

ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ, রাখাল রাহার অপসারণ দাবি ১৫০ আলেমের

রাখাল রাহা (সাজ্জাদুর রহমান)। ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান)-এর বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার শাস্তির দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ১৫০ আলেম।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আলেমরা এ দাবি জানান।

তাদের অভিযোগ, ইসলাম ধর্মকে অবমাননা করে রাখাল রাহা সম্প্রতি এমন একটি পোস্ট তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন, যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত এনেছে।

আলেম সমাজের প্রতিনিধিরা বলেন, চাপে পড়ে রাখাল রাহা তার ফেসবুক থেকে ওই পোস্ট সরিয়ে নিলেও তা বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে দেশে।

তারা বলেন, এ ধরনের বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি, সামাজিক বিভাজন উসকে দেওয়া এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের একটি ষড়যন্ত্র।

এসব ঘটনা ‘সুসংগঠিত পরিকল্পনার অংশ’ হিসেবে উল্লেখ করে আলেম সমাজের প্রতিনিধিরা বলেন, এ ষড়যন্ত্রমূলক তৎপরতাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, আল্লামা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, প্রফেসর ড. এ বি এম হিজবুল্লাহ, মুফতি মুহা. কাজী ইব্রাহীম, মাওলানা লিয়াকত আলী, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরি, ড. খলীলুর রহমান আল মাদানী, মাওলানা শরীফ মুহাম্মাদ, ড. গিয়াসউদ্দীন তালুকদার প্রমুখ।

Header Ad
Header Ad

শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ ‍মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যব্স্থা নেওয়া হয়েছে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

বৃহস্পতিবার মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, তিন ধাপে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হবে।

এর মধ্যে ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন রাত ১২টা ১ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত। ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে। রাতে যারা আসবেন, তারা নির্দিষ্ট সময়েই আসার অনুরোধ করছি। বেদীতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

তিনি আরো বলেন, ২১শে ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা এ এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে। দুর্ঘটনা এড়াতে সচেতন থাকব আমরাও। তবে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখতে হবে।

এক কিলোমিটারের মধ্যে থাকবে মোবাইল টিম। শহীদ মিনারকে কেন্দ্র করে জঙ্গি হামলারও আশঙ্কা নেই বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, পুলিশ সদস্যরা এখন পূর্ণ মনোবল নিয়ে কাজ করছেন।

Header Ad
Header Ad

বিরামপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম আটক

খায়রুল আলম রাজু। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু (৪৫)কে আটক করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত খাইরুল আলম রাজু বিরামপুর উপজেলার পৌর শহরের ৩ং ওয়ার্ডের পূর্ব জগন্নাথপুর এলাকার মৃত ফসি উদ্দিন মন্ডলের ছেলে।

বিরামপুর থানা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা হাইস্কুল মাঠে ২০২২ইং সালের ৫ই জানুয়ারি মারপিটের ঘটনায় ঘটে। সেই ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় গত বছরের ২৫ শে অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: খাইরুল আলম রাজু (৪৫) কে যৌথ বাহিনী ডেভিল হান্ট অপারেশনে আটক করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজুকে যৌথ বাহিনী ডেভিল হান্ট অপারেশনে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃতকে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ, রাখাল রাহার অপসারণ দাবি ১৫০ আলেমের
শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
বিরামপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম আটক
জুলাই অভ্যুত্থানের চেতনায় জেমসের উন্মুক্ত কনসার্ট, থাকছেন অন্যরাও
বিয়ের বাজার করতে গিয়ে সড়কে ঝরল বরের প্রাণ
গাজায় ১১০৯ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল, ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার
সব মামলা থেকে পরিত্রাণ পেলেন খালেদা জিয়া
১৮ ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
চাঁদপুরে বৈষম্যবিরোধী কমিটির ১৬০ জনের পদত্যাগ  
পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস  
একুশে ফেব্রুয়ারি যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা  
গাজা পুনর্গঠনে প্রয়োজন ৫ হাজার ৩২০ কোটি মার্কিন ডলার  
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ: আপিল বিভাগ    
আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা  
এমবাপের মহাকাব্যিক হ্যাটট্রিকে সিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল  
১৭ বছর পর আজ আহসান মঞ্জিলে হতে যাচ্ছে ‘সুফি ফেস্ট’
এস আলমের অ্যাকাউন্টে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেন
মোহাম্মদপুরে মধ্যরাতে গোলাগুলি, নিহত ২  
গণঅভ্যুত্থানে আহত রাতুলের একমাত্র সম্বল ফুডকার্ট ভেঙে দেয়ার অভিযোগ  
আজ চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ