মেহেদী হাসান একা নন, একুশে পদক পাবেন অভ্র’র ৪ জন
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
মেহেদী হাসান একা নন, একুশে পদক পাবেন অভ্র’র ৪ জন। ছবি: সংগৃহীত
অভ্র কী-বোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খানসহ চারজনকে দলগতভাবে একুশে পদক দেওয়া হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণায় প্রথমে মেহেদী হাসানের নাম আসলেও, পরে জানা যায় তিনি একা নয়, তার তিন সহযোগী রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফাও এই স্বীকৃতি পাচ্ছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে জানান, মেহেদী হাসান শুরুতে পুরস্কার গ্রহণে অনাগ্রহী ছিলেন। তবে, তিনি শর্ত দিয়েছিলেন—অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তার তিন সহযোগীকেও স্বীকৃতি দিতে হবে। মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত নিয়েই তাদের চারজনকে একুশে পদকে ভূষিত করার ঘোষণা দেয়।
মেহেদী হাসান খান ২০০৩ সালের বিজয় দিবসে অভ্র কী-বোর্ড উন্মুক্ত করেন, যা ছিল প্রথম বিনামূল্যের বাংলা কী-বোর্ড সফটওয়্যার। এটি বাংলা ভাষার ডিজিটাল প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই স্বীকৃতির মাধ্যমে অভ্র’র চার নির্মাতার অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল, যা বাংলা ভাষা প্রযুক্তির ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)