সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আপনাদের জন্য কিছু করলে এ সরকারই করবে: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

আন্দোলনরত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনাদের (আহতদের) দাবি অন্য কোনো সরকার নয়, একমাত্র অন্তর্বর্তী সরকারই পূরণ করবে।

রোববার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরতদের উদ্দেশ্যে এ কথা বলেন হাসনাত।

এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দফা দাবিতে রাত সোয়া ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে এসে বিক্ষোভ করেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

আন্দোলনরতদের সঙ্গে কথা বলোর জন্য মধ্যরাতেই যমুনার সামনে যান হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি বলেন, ‘আপনাদের জন্য কোনো সরকার যদি কিছু করে, তাহলে এটা এই সরকারই করবে। আপনাদের লিখে দিচ্ছি, এই সরকার যদি না করে, তাহলে আর কোনো সরকারই করবে না।’

আন্দোনরতদের সাত দফা দাবি হলো—চব্বিশের শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার করা, বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের বিভিন্ন সরকারি পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার করা, আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন করা, আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন, আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করা, আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং আহতদের আর্থিক অনুদানের পরিমাণ বাড়ানোসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি সুসংহত করা।

সাত দফা দাবির বিষয়ে কিভাবে কাজ চলছে সেটা আন্দোলনরতদের সামনে ব্যাখ্যা করেন হাসনাত। তাঁদের কয়েকটি দাবি এ সপ্তাহের মধ্যে পূরণ করা হবে বলেও জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘প্রথম দাবির কাজ চলমান। এ সপ্তাহের মধ্যেই সম্ভব। দ্বিতীয় দাবিটি চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তৃতীয় দাবি এ সপ্তাহের মধ্যে পূরণ করা হবে। চতুর্থ দাবিও চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তবে এর জন্য একটি মিটিং করতে হবে…।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের এমন আশ্বাসের পর আন্দোলনরত আহতরা যমুনার সামনের সড়ক ছেড়ে যান।

এর আগে রোববার দিনভর রাজধানীর আগারগাঁও ও শ্যামলীতে মিরপুর রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। ওই রাস্তা ছেড়ে সন্ধ্যার পর তাঁরা মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন। রাত পৌনে আটটায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ তাঁদের আটকে দেয়। পরে সেখানেই তাঁরা অবস্থান নেন। রাত সোয়া ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা যমুনার সামনে চলে আসেন।

 

Header Ad
Header Ad

নওগাঁয় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর

ছবিঃ ঢাকাপ্রকাশ

নওগাঁ-বগুড়া মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। নওগাঁ বাণিজ্য মেলা থেকে বাড়িতে যাওয়ার পথে ওই তিনজনের মৃত্যু হয়। নওগাঁর পার্শ্ববর্তী সান্তাহার রাধাকান্ত হাটের বাঁশহাটি নামক স্থানে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কানচগাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯), মাস্টার পাড়া এলাকার মন্জুয়ারার ছেলে মিথন (১৯) এবং একই এলাকার জিয়ার ছেলে নেওয়াজ (২০)।

নিহত হোসাইনের বেঁচে যাওয়া জমজ ভাই আল হাসান কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ভাইসহ নয়জন বন্ধু মিলে তিন মোটরসাইকেল যোগে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে দুপচাঁচিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম আমরা নয় বন্ধু। নওগাঁ-বগুড়া মহসড়কের সান্তাহার রাধাকান্ত হাটের বাঁশহাটি এলাকায় ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করে ওই মোটরসাইকেল। এমন সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা আমার যমজ ভাইসহ তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে। এঘটনায় আমরা দুই জন আহত হয়েছি।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বলেন, খবর পাওয়া মাত্রই আমদের দুটি ইউনিটের সদস্য ঘটনাস্থলে আসি। উদ্ধার কাজ সম্পন্ন করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়েছে। তাদের সকলের বয়স ১৯-২০ বছরের মধ্যে হবে। তারা নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। আর ঘাতক ট্রাক জেলার রাণীনগরের দিকে আসছিল।

ঘটনাস্থলে উপস্থিত সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক জানান, নিহত তিনজনসহ অন্যরা নওগাঁ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এরমধ্যে একটি মোটরসাইকেলে তিনজন ছিল। তারা আসার সময় একটি ঢাকা কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন ওই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Header Ad
Header Ad

‘আমি কোনো দুর্নীতি করিনি’ বলে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন কামাল মজুমদার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ছবি: সংগৃহীত

নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় তিনি নিজেকে নির্দোশ দাবি করে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালত রাজধানীর মিরপুর থানার মহিউদ্দিন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানিকালে কামাল আহমেদ মজুমদার আদালতের অনুমতি নিয়ে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন করা হচ্ছে। আমি কোনো অন্যায়, দুর্নীতি করিনি।

তিনি আরও বলেন, এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না। মামলা করছে, বাদীর খবর নাই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে। পরিবারের সদস্যদেরও নির্যাতন করছে।
তারা বাড়িতে থাকতে পারছে না। জায়গা-জমি দখল করে নিচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে।

অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর বিচার চাই। আদালতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা রয়েছে। যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মিরপুর মডেল থানার সামনে আন্দোলন চলছিল ছাত্র-জনতার। এ সময় ওই স্থান পার হওয়ার পথে আসামিদের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মহিউদ্দিন। পরে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত মহিউদ্দিনের মামাতো ভাই গত ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা করেন।

Header Ad
Header Ad

হাসিনা বিনের জন্য ধন্যবাদ প্রকাশনাকে ধন্যবাদ দিলো ক্রীড়া উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ডাস্টবিন স্থাপন করে দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে বই মেলায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্টলে গিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ডাস্টবিনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপদেষ্টা আসিফ তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায় তিনি বই মেলায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্টলে গিয়ে লিখেন, ‘হাসিনা বিনের জন্য ধন্যবাদ এবং প্রকাশনা এবং সুভ্যেনির গুলো ভালো হয়েছে।’

ইতোমধ্যে এই ডাস্টবিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ ময়লা ফেলেছেন। সে ছবি তারা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিও পোস্ট করেছেন।

মেলার ১ম দিন শনিবার (১ ফেব্রুয়ারি) প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ।’

এরপর মেলার ২য় দিন নিজের ফেসবুক প্রোফাইলে ওই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন উপদেষ্টা আসিফ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "নগরবাসী, যেখানে-সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।"

এছাড়া একুশে বইমেলার প্রথম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ওই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করে সেখানে লিখেছিল, ‘আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
‘আমি কোনো দুর্নীতি করিনি’ বলে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন কামাল মজুমদার
হাসিনা বিনের জন্য ধন্যবাদ প্রকাশনাকে ধন্যবাদ দিলো ক্রীড়া উপদেষ্টা  
সাবেক বিচারপতি মানিক, সালমানসহ ৬ জন রিমান্ডে
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
স্বামীর কিডনি বিক্রির অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, ডিভোর্সের হুমকি
আপনাদের জন্য কিছু করলে এ সরকারই করবে: হাসনাত আবদুল্লাহ
কুড়িগ্রামের রাজিবপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার: বাণিজ্য উপদেষ্টা
ঢাকায় স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে লাশ ফেলা হয় হাতিরঝিলে
টুঙ্গিপাড়ায় পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৮  
সড়ক ছেড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, পরবর্তী কর্মসূচি রাত ১১টায়  
যশোর সীমান্তে মালিকবিহীন ২৩ লাখ টাকার মাদকদ্রব্য আটক
জুলাই আহতদের আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান, বৃদ্ধকে গণপিটুনি    
জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ    
বিএনপির পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ উঠানো অযৌক্তিক : তথ্য উপদেষ্টা  
প্রেস সচিবের পর শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ  
বছরের প্রথম মাসেই এলো সাড়ে ২৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স    
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরুর দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি