সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি
ছবি: সংগৃহীত
লালমনিরহাট সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েকদিনের উত্তেজনার পর, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমোদন পেয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার শুরু করেছে, তাই বাংলাদেশের বিজিবিকেও একইভাবে এগুলো ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি এই অস্ত্রগুলো কেনার পর তা ব্যবহার করতে পারবে।
গত কিছুদিন ধরে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশসহ নানা ধরনের ঘটনা সংঘটিত হওয়ার ফলে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। এর ফলে বিজিবিকে নতুন নির্দেশনা দেওয়া হয়, যাতে তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে উত্তেজনা প্রশমিত করতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।