মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণের আহ্বান

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সম্পর্কিত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এসব তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের কাছে থাকা এসব তথ্য গুগল ড্রাইভে (muspecialcell36@gmail.com) আপলোড করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, একই সময়ের মধ্যে এসব তথ্য পেনড্রাইভে ধারণ করে সরাসরি গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (২য় তলা, ভবন নং-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) হস্তান্তর করারও সুযোগ রয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লিখিত এই উদ্যোগের মাধ্যমে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিকভাবে মূল্যবান হবে।

Header Ad
Header Ad

সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ছবি: সংগৃহীত

সিরিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে অন্তত চার থেকে পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো পুনর্গঠন ও প্রশাসনিক প্রস্তুতির জন্য এ দীর্ঘ সময় লাগতে পারে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সিরিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট শারা বলেন, “আমার ধারণা, নির্বাচন আয়োজন করতে কমপক্ষে চার থেকে পাঁচ বছর লাগবে। কারণ, এ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে দেশের বিশাল অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। যা সময়সাপেক্ষ।”

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য জনগণের হালনাগাদ তথ্য সংগ্রহ করা জরুরি। সঠিক তথ্য ছাড়া কোনো নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে।

শারা জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে সিরিয়ায় আন্তর্জাতিক আইন-কানুন জারি করা হবে এবং সেসবের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “সিরিয়া শেষ পর্যন্ত একজন নির্বাচিত প্রেসিডেন্ট ও তার নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত হবে।” তবে নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না, তা তিনি পরিষ্কার করেননি।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার ফলে শারা বর্তমানে অন্তর্বর্তী আইন পরিষদ গঠনের ক্ষমতা পেয়েছেন, যা চলাকালীন সময়ে সিরিয়ার সংবিধান স্থগিত থাকবে।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা হবে। এ লক্ষ্যে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আলোচনা করার জন্য একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন বলে বিবেচিত হবেন, তাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।

সিরিয়ার গুরুত্বপূর্ণ সমস্যা ও ভবিষ্যৎ নীতিনির্ধারণী বিষয়ে এই সম্মেলনে আলোচনা হবে এবং এখান থেকেই সাংবিধানিক ঘোষণার ভিত্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা।

Header Ad
Header Ad

ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব

ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, এবারের হালনাগাদ কার্যক্রমে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের বেশি ভোটার নিবন্ধন করা।

তিনি আরও জানান, চলতি হালনাগাদে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১৫ লাখ ২৩ হাজার জনকে, যা মোট ভোটারের ১.৭৭ শতাংশ।

নারী ভোটার নিবন্ধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার নিবন্ধিত হয়েছেন। যেসব যোগ্য নাগরিক এখনো তালিকায় অন্তর্ভুক্ত হননি, তাদেরও যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।

ভোটার নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। অনলাইন এবং আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা ভোটার হতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী যদি কোনো বাড়িতে না যান, সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।

ভোটার হওয়ার বয়স না হওয়া সত্ত্বেও কেউ মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধিত হয়েছেন কিনা, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই বলেও জানান ইসি সচিব। তবে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কমিশন তা খতিয়ে দেখবে।

Header Ad
Header Ad

রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা

রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা। ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শীলা নামে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শীলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে। তবে তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত ৫ জন ব্যক্তিকে শীলার ঘরে ঢুকতে দেখেন স্থানীয়রা। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখেনি। সোমবার বিকেলে শীলার এক প্রতিবেশী তার কোনো সাড়া শব্দ না পেয়ে কয়েকজনকে খবর দেন। স্থানীয়রা দরজা খুলে দেখতে পান তার গলাকাটা মরদেহ বিছানাতে পড়ে আছে। পরে থানায় খবর দিলে সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে শীলার বাসায় মাদকের আসর হয়েছে। তার মরদেহের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে মরদেহ ময়নাতদন্তসহ সকল আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা
ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব
রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা
আগামী বছর থেকে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা
প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ
মোদীকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ, আগামী সপ্তাহেই বৈঠক
লায়লাকে হত্যাচেষ্টা, টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত
প্রেস সচিবের দাওয়াতে ময়ুখ জানালো বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস, ফিন্নি খাবেন
জাবিতে ইন্টারনেট কর্মীর রহস্যজনক মৃত্যু  
দেশে অবৈধ ৫০ হাজার বিদেশির মধ্যে ১৫ হাজার দেশ ছেড়েছেন  
গুমের ঘটনার তদারকিতে শেখ হাসিনা : এইচআরডব্লিউ এর তদন্ত প্রতিবেদন  
সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ১০ মৃত বাংলাদেশির পরিচয় মিলেছে  
জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি  
রাজধানীতে সড়ক পার হতে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু, থানায় জিডি