জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একটি বেসরকারি উদ্যোগ এবং এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, এই ঘোষণাপত্রকে তারা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছেন।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এর বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনার ঝড় ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা জানান, ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্ট ঘোষণাপত্র প্রকাশ না হওয়ার কারণে বিদেশে বসে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে। এটি গণঅভ্যুত্থানের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি আরও বলেন, ৩১ ডিসেম্বর মুজিববাদী ’৭২-এর সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণার মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।