এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : উপদেষ্টা আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার উৎস গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, জনগণের অভ্যুত্থানই এই সরকারের বৈধতার ভিত্তি এবং এর সঙ্গে আইনগত অনুমোদনসহ অন্যান্য বিষয় যুক্ত হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, গত তিন মাসের কার্যক্রমে দেশের অগ্রগতি জনগণ লক্ষ্য করেছে। সংস্কার কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে এবং প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে এসব কমিশনের সঙ্গে সভা করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্যই সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রস্তাবনার আলোকে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি সুসংগঠিত সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে অগ্রসর হতে পারব।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী এই সরকারের বৈধতা ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। অর্ডিন্যান্সের মাধ্যমে সরকারকে আরও লিগ্যাল রেটিফিকেশন দেওয়া হবে।