বাংলাদেশে শেখ হাসিনা-আ.লীগের কোনো জায়গা হবে না : ড. ইউনূস
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশে ফ্যাসিস্ট সরকার হিসেবে চিহ্নিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো স্থান থাকবে না। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বুধবার (২৯ অক্টোবর) এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
ড. ইউনূস বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জনগণের ওপর তাদের ক্ষমতা প্রয়োগ করেছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে তাদের অবস্থান বজায় রাখা সম্ভব হবে না। তিনি আরও জানান, এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, তবে বর্তমান অন্তর্বর্তী সরকার দলটির ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা পালন করবে না। এ সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হবে।
ড. ইউনূস আরও জানান, তার রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই এবং সরকারের প্রধান কাজ হলো নির্বাচন অনুষ্ঠানের পূর্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। এছাড়া শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় হয়ে উঠেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ড. ইউনূস বলেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেখানে আওয়ামী লীগের অনুসারীদের টার্গেট করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতের দিল্লিতে তার বর্তমান অবস্থান নিশ্চিত করেছে ভারত সরকার।