বাংলাদেশ মানবাধিকার ইস্যুতে সাফল্যের পথে এগিয়ে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তার মতে, বিশ্বের নানা প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের হার উদ্বেগজনক হলেও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নতির পথে।
বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্কের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে মূলত মানবাধিকার ইস্যুতে আলোচনা হয় এবং বাংলাদেশ এই ক্ষেত্রে জাতিসংঘের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করে বলে তিনি জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে এবং বিচার প্রক্রিয়ার সংস্কারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে সাক্ষী সুরক্ষা ও ভিকটিম সুরক্ষায় মনোযোগ দেয়া প্রয়োজন বলে প্রতিদলের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া, শান্তিরক্ষা মিশনে নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে সদস্য প্রেরণের জন্য জাতিসংঘের প্রশংসা পেয়েছে বাংলাদেশ।
রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের চলমান সহিংসতায় নতুন করে কিছু রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা এ ইস্যুতে সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মাংগোভেন, মিডিয়া ও জনসংযোগ বিভাগের মুখপাত্র রাভিনা শামদাসানি, এবং মানবাধিকার কর্মকর্তা লিভিয়া কোসেনজা। বাংলাদেশের পক্ষে অংশ নেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামান।
মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেও জাতিসংঘের প্রতিনিধিদল কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে।