মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | ৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

একযোগে ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে ব্যাহত হবে নাগরিক সেবা

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত দলটির অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। এ তালিকার একটা বড় অংশ আওয়ামীপন্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাও। যাদের অনুপস্থিতি সরাসরি নাগরিক সেবা প্রদান বাধাগ্রস্ত করছে।

এই পরিস্থিতির মধ্যে দেশজুড়ে সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণের চিন্তাভাবনা করছে সরকার। এদিকে উপস্থিত এবং দ্বায়িত্বপালনরত ইউপি সদস্যরা পূর্নমেয়াদেই থাকতে চাচ্ছেন। তাদের মতে একযোগে সকল চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করলে দেশের স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং সেই সাথে নাগরিক সেবা ব্যহত হবে বলে মনে করছেন তারা। তাদের মতে, সবাইকে অপসারণ না যারা পলাতক কিংবা অনুপস্থিত রয়েছেন তাদের বিষয়ে সরকার চাইলে পদক্ষেপ নিতে পারেন ।

এদিকে আগামী সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধনের ডাক দিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতারা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে এখন ইউনিয়ন পরিষদ আছে ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে ৩ হাজার ১৬৪ জন চেয়ারম্যান নিয়মিত অফিস করছেন। তবে কত সংখ্যক ইউপি সদস্য বা মেম্বার অনুপস্থিত, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমন বাস্তবতায় শুধু দেড় হাজার নয়, সাড়ে ৪ হাজার ইউপি চেয়ারম্যান ও মেম্বারকেই অপসারণের চিন্তাভাবনা করছে সরকার। এ নিয়ে দোটানায় রয়েছে অন্তর্বর্তী সরকারও। তৃণমূলের এসব জনপ্রতিনিধিকে অপসারণ করার পর সেখানে বিপুলসংখ্যক প্রশাসক নিয়োগ দিতে হবে। এতো কর্মকর্তা কোথায় পাওয়া যাবে কিংবা সেই প্রশাসকেরা আদৌ কাজ করতে পারবেন কি না, এ নিয়ে আলোচনা চলছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

অবশ্য স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, ইউনিয়ন পরিষদ ভেঙে না দিয়ে প্যানেল চেয়ারম্যান দিয়ে পরিষদ পরিচালনা করলে সেটি বেশি কার্যকর হবে। তবে জানা যায় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি জামাত বা স্বতন্ত্র হলেও সকল প্যানেল চেয়ারম্যান আওয়ামী পন্ত্রী। প্রভার বিস্তার করার জন্যই সকল প্যানেল চেয়ারম্যান ছিল আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত । নাম প্রকাশে একজন বিএনপিপন্থী চেয়ারম্যান বলেন দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ আছে কিন্তু একটি ইউনিয়নেও আওয়ামী পন্ত্রী ছাড়া প্যানেল চেয়ারম্যান পাওয়া যাবে না।

তবে প্রশাসক নিয়োগ দেওয়া ঠিক হবে না জানিয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ এম এস করিম উদ্দিন ঢাকা প্রকাশকে বলেন, যেসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত, সরকারের উচিত হবে প্রথমে তাঁদের নোটিশ দেওয়া। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের পরিষদে উপস্থিত হওয়ার সময় বেঁধে দেওয়া। এ সময়ে না এলে আসন শূন্য ঘোষণা করা। পরে প্রতিটি এলাকায় সর্বজনবিদিত কাউকে চেয়ারম্যান হিসেবে বসানো যেতে পারে। এছাড়াও যেসকল চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচারী সরকারের পক্ষে ছিলেন না তাদেরকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে অন্য আরও কয়েকটি ইউনিয়নের দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি বলেন, এইসব চেয়ারম্যানদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তাদের দায়িত্ব দিলে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা বঞ্চিত হবে না। 

এদিকে নোয়াখালী, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফেনী, রংপুর ও গাইবান্ধা জেলার কয়েকটি ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে অনেক ইউপি চেয়ারম্যান পলাতক। কেউ কেউ হত্যা মামলার আসামি। কেউ গ্রেপ্তার এড়াতে, কেউ হামলা থেকে বাঁচতে আত্মগোপনে রয়েছেন।

মন্ত্রণালয়ের সূত্রমতে, চেয়ারম্যান পলাতক, এমন বেশ কিছু ইউপিতে প্যানেল চেয়ারম্যান বসানো হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে প্রশাসক। ৭৮৬টি ইউনিয়ন পরিষদে এরই মধ্যে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন। এই সব প্যানেল চেয়ারম্যানের অধিকাংশই আবার আওয়ামী পন্থী।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন বলছে, ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে কিংবা চেয়ারম্যানদের অপসারণ করলে প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। চেয়ারম্যানরা বলছেন, তাঁদের অপসারণ করলে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। চুরি, ডাকাতি বেড়ে যাবে। নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) অপসারণ না করার দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা। এর প্রেক্ষিতে সারাদেশের ইউপি চেয়ারম্যান-সদস্যদের নিয়ে আগামী সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংস্থাটি।

স্থানীয় সরকার বিভাগের তথ্যমতে, ইউপি চেয়ারম্যানরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা বিতরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন। ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকে। গ্রামে বিভিন্ন সালিস, নতুন রাস্তা নির্মাণ, পুরোনো রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণ ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকে।
এদিকে যেসব ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে, সেই সব ইউনিয়নের নাগরিক সেবা চরম ব্যাহত হচ্ছে। সময়মত পাওয়া যাচ্ছে না কোন নাগরিক সেবা। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তারও ইউনিয়নের দায়িত্ব নিতে আগ্রহী নয়।

যে কারণে জনপ্রতিনিধিদের অপসারণের কথা উঠেছে জনপ্রতিনিধিদের অপসারণের কথা কেন উঠল, সেই অনুসন্ধানে কয়েক বিষয় সামনে এসেছে।

১) বিগত স্থানীয় নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ আছে। একতরফা ওই নির্বাচনে প্রতিযোগিতা হয়নি, বিরোধীরা সুযোগ পাননি। এ কারণে অনেকে ওই নির্বাচন বাতিল করে জনপ্রতিনিধিদের অপসারণ চান।
২) বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল থেকে চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণে বড় ধরনের চাপ রয়েছে।
৩) দেড় হাজারের মতো ইউপি চেয়ারম্যান অনুপস্থিত। সেখানে কার্যক্রম স্বাভাবিক করতে সব চেয়ারম্যান, মেম্বারকেই অপসারণের চিন্তাভাবনা চলছে।

অপসারণ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, ৪ হাজার ৫৮০ ইউনিয়নে ১২ জন করে ইউপি সদস্যের বিকল্প হিসেবে ৫৪ হাজার ৯৬০ জন প্রশাসক নিয়োগ দিতে হবে। সেখানে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষক কিংবা জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ-ও বলছেন, এভাবে সরকারি কর্মকর্তাদের দিয়ে দীর্ঘ মেয়াদে ইউনিয়ন পরিষদ চালানো মুশকিল হবে। তাঁদের নিজেদের কাজ রয়েছে। আদতে কাজের কাজ কিছুই হবে না। তার চেয়ে প্যানেল চেয়ারম্যান দিয়ে পরিচালনা করলে সেটি ভালো হবে।

এর আগে গত আগস্টে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি সব পৌরসভার মেয়রকে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। ১২টি সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরদের পাশাপাশি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়।

সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান মনে করেন, ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া ভালো সিদ্ধান্ত হবে না। এতে নাগরিক সেবা ব্যাহত হবে। চেয়ারম্যানদের পরিবর্তে যাঁদের দায়িত্ব দেওয়া হবে, তাঁরা নাগরিকদের সেবা দিতে পারবেন না। তিনি বলেন, যাঁরা পলাতক, সরকার চাইলে শুধু তাঁদের অপসারণ করতে পারে। যেসব ইউপিতে চেয়ারম্যানরা আসছেন না, সেখানে প্যানেল চেয়ারম্যান দিয়ে কাজ করা যেতে পারে। তবু প্রশাসক নিয়োগ নয়।

যদিও সরকারি মহল থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে প্রশাসনিক কার্যক্রম স্থবির হতে পারে, যা সারা দেশের জনগণের ভোগান্তি বাড়াবে। অনেকেই মনে করছেন, শুধু পলাতক আওয়ামীপন্থি চেয়ারম্যানদের অপসারণ করলে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে এবং স্থানীয় পর্যায়ে সেবার মানও পুনরায় স্থিতিশীল হবে।

তবে সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত, কারণ রাজনৈতিক উত্তেজনা এবং জনমতের চাপকে সঠিকভাবে বিবেচনা করতে হবে। জনগণের সেবা পুনঃস্থাপন করার জন্য সরকারকে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে

Header Ad

প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা

ছবি: সংগৃহীত

কথায় বলে প্রেমের খবর নাকি চাপা থাকে না, বাতাসে ভাসে। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিলের জীবনজুড়ে এখন শুধুই সৌরসেনী! বছর খানেক ধরেই চলছিল এই ফিসফিসানি। টলিপাড়ার বাতাসে গুঞ্জন নিখিলেই মজেছেন সৌরসেনী। নিখিলের জন্মদিনে সেই গুঞ্জনের হাওয়া ফের গরম! মনের কথা সামাজিক মাধ্যমে লিখলেন সৌরসেনী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চর্চিত প্রেমিকা সৌরসেনী মৈত্রের জন্মদিনে একটি বিশেষ পোস্ট করেছেন নিখিল। আর এতেই নিখিল-সৌরসেনী নিয়ে আলোচনা তুঙ্গে। তাদের একাধিক ঘনিষ্ঠ সূত্রের দাবি, পার্টি থেকে শুরু করে যেকোনো উৎসব একসঙ্গেই কাটান তারা। এবার ইন্সটাগ্রামে অন্তরঙ্গ ছবি পোস্ট করে সেই গুঞ্জনেই যেন সিলমোহর দিলেন অভিনেত্রী নুসরাতের প্রাক্তন স্বামী।

গেল ১৩ এপ্রিল ছিল সৌরসেনী মৈত্রের জন্মদিন। এদিন সৌরসেনীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিখিল। একই পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে রিশেয়ার করেছেন সৌরসেনী। গত বছরও সৌরসেনীর জন্মদিনে একটি বিশেষ পোস্ট করেছিলেন নুসরাতের প্রাক্তন।

জানা যায়, নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মডেল সৌরসেনী। পুরুষ মডেল নিখিল নিজেই। এমনকি, ব্র্যান্ডের প্রচারের জন্য বর-কনে বেশে সবার সামনেও এসেছিলেনি এই জুটি। সে সময় শুটের জন্য বারাণসী গিয়েছিলেন দুজন। শোনা যায়, সেখানে একান্তে নিখিল-সৌরসেনীর সম্পর্ক আরও গভীর হয়েছে।

২০১৯ সালের ১৯ জুন বয়ফ্রেন্ড, ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরাত জাহান। তুরস্কে বসেছিল তাদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। এরপর কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি। নিখিলের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিম সম্পর্ক নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় তৃণমূলের সংসদ সদস্য নুসরাতকে।

Header Ad

নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের নামের আগে ‘দেশনায়ক’ ও ‘রাষ্ট্রনায়ক’ উপাধি ব্যবহার না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত একটি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই অনুরোধ জানান।

তারেক রহমান বলেন, “আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করবেন না।"

দেশে ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, “কোথাও একটা ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

স্বাধীন ভোটাধিকার পুনরুদ্ধারকে বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “জনগণের রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি যে কোনো মূল্যে ভোটাধিকার ফিরিয়ে আনবে।”

আওয়ামী লীগের জবাবদিহির অভাব নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচনের জবাবদিহি নিশ্চিত না থাকলে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হয়। রাজনীতি ও অর্থনীতির দুর্বলতা সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করাই হবে আমাদের মূল কাজ।”

তারেক রহমান জানান, বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, “যদি ভালো কোনো সংস্কার প্রস্তাব আসে, তা গ্রহণ করা হবে। ক্ষমতায় গেলে এসব প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। উঠান বৈঠকের সংস্কৃতি ফিরিয়ে এনে সংস্কারের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

তারেক রহমানের এই বক্তব্যে বিএনপির রাজনৈতিক অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন দেখা যায়, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার প্রতি জোর দেওয়া হয়েছে।

Header Ad

হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত সে ম্যাচটি অবশ্য দুই দিনে নেমে এসেছে। আর দুদিনের সে ম্যাচে বাংলাদেশ ভালোই দাপট দেখিয়েছে। শেষ দিনে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন স্পিনার হাসান মুরাদ।

আগের দিন ৭৩.২ ওভার ব্যাট করে ২৫৩ রান স্কোরবোর্ডে জমা করেছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৪৮ রান করেছিলেন জাকের আলী। ৪১ রান আসে মাহিদুল অঙ্কনের ব্যাটে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ক্রেইগ ব্র্যাথওয়েটকে হারায় স্বাগতিকরা।

এদিকে শেষদিনের প্রথম দুই সেশনও গিয়েছে বৃষ্টির পেটে। তবে বৃষ্টির পর বাংলাদেশের পেসাররা দাপট দেখিয়েছেন। তাসকিন, হাসান মাহমুদ, শরিফুলদের তোপের মুখে স্কোরবোর্ডে ৪৫ রান উঠতেই ওয়েস্ট ইন্ডিজ একাদশে হারিয়ে বসে ৫ উইকেট।

বল হাতে দ্বিতীয় দিনে দলকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ৭ রানে থাকা জশুয়া ড্রনকে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান প্যাভিলিয়নে। এরপর ইনিংসের ৯ম ওভারে জর্ডান জনসনকে বোল্ড করে নামের পাশে উইকেট সংখ্যা ডাবল করেন হাসান মাহমুদ। 

তাসকিন এরপরেই ওপেনার কিমানি মেলিয়াসকে ফেরান। দলীয় ৩৮ রানে চতুর্থ ও ৪৫ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপরেই শুরু হাসান মুরাদের ম্যাজিক। উইন্ডিজ ইনিংসের ২৮তম ওভারে ড্যানিয়েল বেকফোর্ড, নাভিন বিদাইসি এবং চাইম হোল্ডারকে টানা তিন বলে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই স্পিনার। তার হ্যাটট্রিকের পরেই অবশ্য বাংলাদেশ কোচ ফিল সিমন্স ম্যাচ শেষ করে দেন। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৭৩.২ ওভারে ২৫৩ ( জাকের ৪৮, মাহিদুল ৪১)।
ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২৭.৪ ওভারে ৮৭/৯ (মেরিয়ুস ২৩, গ্রিভস ২০; হাসান মাহমুদ ২/১৫, তাসকিন ২/২১, শরীফুল ১/১২, হাসান মুরাদ ৩/১)।
ফল: ড্র।

Header Ad

সর্বশেষ সংবাদ

প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই: ড. মুহাম্মদ ইউনূস
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ
কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২০০ টাকা
শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগে ফ্যাসিষ্ট হয়েছিলেন: মির্জা ফখরুল
ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র কিরণ আটক
বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ
আজ বিশ্ব পুরুষ দিবস, প্রিয় পুরুষকে দিতে পারেন উপহার
রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে হারালো স্পেন
প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে সাদপন্থীদের অবস্থান