সেন্টমার্টিনে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে: রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের সংখ্যা সীমিত করা এবং রাত্রিযাপন নিষিদ্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, "সেন্টমার্টিনে পর্যটকদের নিবন্ধন বাধ্যতামূলক এবং তাদের রাত্রিযাপনের অনুমতি না দেওয়ার বিষয়টি নতুন নয়। আসন্ন পর্যটন মৌসুমের আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে।"
তিনি আরও জানান, সেন্টমার্টিনে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে। পাশাপাশি দ্বীপের পরিবেশ রক্ষার্থে পর্যটকের সংখ্যা সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পরিবেশ উপদেষ্টা আরও উল্লেখ করেন, "সেন্টমার্টিন দ্বীপটি ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এখানে বিপন্ন প্রাণী রয়েছে, তাই দ্বীপটির সুরক্ষার জন্য এসব পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ২০১৮ সালে পর্যটকদের রাতের বেলা অবস্থান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালে প্রতিদিন ১,২৫০ জন পর্যটকের নিবন্ধনের মাধ্যমে দ্বীপে প্রবেশের ব্যবস্থা করা হয়, যা ২০২৩ সালে আরও সীমিত করে ৮৮২ জনে আনা হয়।"