বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাঁটাতারের ব্যারিকেড
ছবি: সংগৃহীত
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবার বসানো হয়েছে কাঁটাতারের ব্যারিকেড। এতোদিন অফিসের সামনে পুলিশের এক স্তরের নিরাপত্তা ছিল। তবে গতকাল শনিবার থেকে এই নিরাপত্তার সঙ্গে যুক্ত হলো কাঁটাতারের ব্যারিকেড।
এদিকে গত ২৮ অক্টোবরের পর কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নেতাকর্মীদের আসা-যাওয়া বন্ধ রয়েছে। ফুটপাত দিয়েও চলাচল করতে পারছেনা পথচারীরা। পথচারীদের ঘুরে যেতে বলা হচ্ছে।
নয়াপল্টনের দুই সড়কে প্রাইভেট কার, সিএনজি, রিকশার চলাচল স্বাভাবিক থাকলেও চাপ অনেক কম। তবে আশেপাশের দোকানপাট বন্ধ রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, নয়া পল্টনের সড়কে স্বাভাবিক যান চলাচল করছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। মানুষজনের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।