সংলাপ ও আলোচনার বিকল্প কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংলাপ ও আলোচনার বিকল্প কিছু নেই। আওয়ামী লীগ সংলাপে বিশ্বাসী।
বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর ফায়ার সার্ভিসের সদর দপ্তরে স্বাধীনতা পুরস্কার-২০২৩ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংলাপের বিকল্প কিছু নেই। আমরা মনে করি, সবকিছুই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায় চলতে হবে। সবাইকে নিয়ে চলতে হবে। জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে, আলোচনার বিকল্প কিছু নেই।
জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী যেহেতু নির্বাচন কমিশনের স্বীকৃত দল নয়, সেহেতু তারা নাশকতা বা বিশৃঙ্খলা ঘটাতে পারে কি না সব বিবেচনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের সমাবেশের অনুমতি দেবে।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন বিদেশি রাষ্ট্রদূতরা। আগামী নির্বাচনে তাদের কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা যেটা বলেছে সেটাই যথেষ্ট। তারাই মনিটরিং করছে।
রাষ্ট্রদূতরা তাদের শিষ্টাচার ও বিধিনিষেধ মেনে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।