সাংবাদিকদের সহযোগিতা কামনা রাষ্ট্রপতির
দেশের সর্বোচ্চ পদে তার দায়িত্ব পালনে দল-মত নির্বিশেষে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (১৬ মে) পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা কামনা করেন। একজন সাবেক সাংবাদিক হিসেবে তিনি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য।
এ সময় রাষ্ট্রপতি ছাত্র রাজনীতিসহ তার রাজনৈতিক জীবন নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করেন। ওই সময়ে ছাত্র রাজনীতির সঙ্গে তার সাংবাদিকতা পেশার যথেষ্ট সামঞ্জস্য ছিল। অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণী থেকে তার সাংবাদিকতা শুরু হয়েছিল।
মো. সাহাবুদ্দিন সত্তর দশকের ছাত্র রাজনীতির কথা স্মরণ করতে গিয়ে অনেক মেধাবী সাংবাদিক ও বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
ছাত্রনেতা হিসেবে ছাত্রজীবনের বিভিন্ন দিক ও মতাদর্শের কথা উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, কোনো সমাজ ব্যবস্থা ধার করা যায় না। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সমাজ গড়তে হবে।
তিনি আরও বলেন, ‘আমি অনেক মতবাদ দেখেছি, কিন্তু শেখ মুজিবের আদর্শ বা মুজিববাদকে হৃদয়ে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি।’
বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বলেন, ‘ওই সময়ে অন্য কোনো মতবাদ কার্যকরী ছিল না, একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা ও আদর্শই সঠিকভাবে কাজ করছিল। তার নেতৃত্বে, আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করি।’
রাষ্ট্রপতি এ সময় তার সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করে বলেন, ‘আমি এই প্রেসক্লাবে অনেক গৌরবময় ও উজ্জ্বল দিন অতিবাহিত করেছি।’
তিনি সাংবাদিকদের জানান, তিনি বিভিন্ন সময়ে মানুষের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়িয়েছেন এবং কোনো প্রকার উপহার বা উৎকোচ গ্রহণ না করে ৭০-৭৫ জনকে চাকরি দিয়েছি।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরো বলেন, ‘আমি সব সময়ই ত্যাগের রাজনীতি করেছি এবং কোনো ধরনের রাজনৈতিক সুবিধা লাভের জন্য সম্পৃক্ত হইনি।’
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং এটি রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম পাবনা সফর। বাসস।
এমএমএ/