ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে। সরাসরি ট্রেনযোগে ঢাকা থেকে কক্সবাজারে আসতে পারবেন পর্যটকরা। সে লক্ষ্যে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পটির ৮৪ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নির্মাণাধীন কক্সবাজার আইকনিক স্টেশন বিল্ডিংয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম সুজন বলেন, কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়ায় ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশন নির্মাণ হচ্ছে। এটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন। এই স্টেশনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এটি শুধু কক্সবাজারের গর্ব না, বাংলাদেশেরও গর্ব।
দোহাজারী-কক্সবাজার রেলপ্রকল্পের পরিচালক মফিজুর রহমান জানান, করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে এই রেলপথ নির্মাণে নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে। এসব অতিক্রম করে বিদেশ থেকে উপকরণ আনা হয়েছে। বড় কোনো দুর্যোগ না আসলে সেপ্টেম্বরের মধ্যেই ট্রেন চলাচলের উপযোগী হবে।
তিনি আরও জানান, ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে এই রেলপথ। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটারের এ রেলপথে পর্যটকরা দেখবেন নানা প্রাকৃতিক সৌন্দর্য। পুরো পথ পর্যটকরা আনন্দের সঙ্গে ভ্রমণ করতে পারবেন।
এসজি