মিলিটারি ডিক্টেটরদের আমলে নদী দখল হয়েছে: প্রধানমন্ত্রী
মিলিটারি ডিক্টেটরদের আমলে নদী বেশি দখল হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ মে) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নদীখেকোরা নির্বাচন করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নদীখেকোদের সম্পর্কে বলতে গেলে আগে মিলিটারি ডিক্টেটরদের কথা বলতে হয়। জিয়া থেকে এরশাদ ও খালেদা জিয়ার আমলে নদী দখল হয়েছে। আওয়ামী লীগ কিছু কিছু ক্ষেত্রে নদী উদ্ধার করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করে বলেন, কে কে নদীখেকোদের নাম আছে? থাকলে দেখতাম। তারা নির্বাচন করতে চায় কি না দেখতাম। এমন তালিকা আছে কি না।
ত্রিদেশীয় সফরে গত ২৫ এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে ৮টি চুক্তি হয়। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।
এরপর রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে যুক্তরাজ্যে পৌঁছান শেখ হাসিনা। ৬ মে অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফর শেষে গত ৯ মে দেশে ফেরেন শেখ হাসিনা।
আরইউ/এমএমএ/