করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ১৭৬
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে নতুন করে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা। ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৪ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। এই সময়ে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৭৬।
শনিবার (০৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার (০৩ ডিসেম্বর) শনাক্ত ছিল ২৪৩ জন, মৃত্যুর সংখ্যা ছিল তিন।
সরকারি হিসাব অনুযায়ী গত চব্বিশ ঘণ্টার নতুন শনাক্ত মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে। মারা যাওয়া ছয় জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৯৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬২ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ২২৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪২৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ পাঁচ হাজার ৭৪৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৫৬ হাজার ৭২৭টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক সাত শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
এপি/এএন