ঈদের ২ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩২১

ঈদের দিন বেপরোয়া মোটরসাইকেল চালানোয় দুর্ঘটনায় ২১৬ জন আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদের মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (২৩ এপ্রিল) দুপুরে হাত-পা ভাঙা ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালটিতে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জনায়, এ ছাড়া, ঈদের দ্বিতীয় দিন রবিবার দুপুর পর্যন্ত নতুন ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনের অবস্থা গুরুতর।
পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত (ওয়ার্ড বয়) হৃদয় হোসেন বলেন, ‘আমরা যাদের পা ব্যান্ডেজ করেছি তাদের অধিকাংশই তরুণ আর তারা সবাই মোটরসাইকেল আরোহী। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে রোগীরা আসেন।’
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যেভাবে বাইক দুর্ঘটনা বেড়ে চলছে তাতে মনে হচ্ছে সন্ধ্যা ও রাতে এ ধরনের রোগীদের সংখ্যা আরও বাড়বে।
কেএম/এমএমএ/
