বাড়বে না তাপমাত্রা, বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া

গত কয়েক সপ্তাহের তীব্র তাপপ্রাবাহের পর ঈদের আগের দিন সারা দেশে বৃষ্টির পর স্বস্তি ফিরেছে জনমনে। ঈদের আগের দিন শুরু হওয়া বৃষ্টির ধারাবাহিকতায় রবিবারও (২৩ এপ্রিল) রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির দেখা মিলেছে।
এদিকে, সোমবার (২৪ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড় বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ঝড়-বৃষ্টিতে সোমবারের আবহাওয়াও স্বস্তির হবে বলছে আবহাওয়া দপ্তর। সোমবারও দেশে স্বস্তিকর পরিবেশ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।
তিনি বলেন, ‘সোমবারও দেশের তাপমাত্রা কম থাকবে। এ সময় বৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা রয়েছে। তারপর আবারও তাপমাত্রা বাড়তে পারে।’
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তাতেও এমন তথ্যই দেয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে স্নাত হয়েছে নাগরিক জীবন। জাদুর নগরী ঢাকা বৃষ্টির ছোঁয়ায় অনেক শান্ত ও প্রাণবন্ত হয়ে উঠেছে।
রবিবার (২৩ এপ্রিল) সকালেও ঝিরিঝিরি বৃষ্টির দেখা মিলেছে রাজধানীর কোথাও কোথাও।
কেএম/এমএমএ/
