ভারতশাসিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) এক সংবাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে আরও জানানো হয়, সংঘর্ষে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হলেও আরও কয়েকজন বিচ্ছিন্নতাবাদী আহত এবং লুকিয়ে রয়েছে।
ভারতীয় বাহিনী এবং নিরাপত্তা সদস্যরা গত পাঁচদিন ধরে কাশ্মিরের ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। গত রোববার সংঘর্ষ শুরু হওয়ার পর, মঙ্গলবার পুলিশ একটি তথ্য পায় যে, সেনাবাহিনীর পোশাক পরা দুই ব্যক্তি খাবার খাওয়ার জন্য একজন স্থানীয় বাসিন্দার কাছে পানি চেয়েছিল। এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ একটি জঙ্গলে প্রবেশ করে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে জড়ায়।
এই সংঘর্ষে পুলিশ বাহিনীর চার সদস্য প্রাণ হারান, আর পাঁচজন আহত হন, তাদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্টও রয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, "প্রতিকূল ভূখণ্ড এবং আরও বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির কারণে নিহত পুলিশ সদস্যদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।"
এছাড়া, একাধিক বাহিনীর যৌথ অভিযানে, হেলিকপ্টার, ড্রোন এবং বুলেটপ্রুফ যানবাহনের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে। স্থানীয় বনাঞ্চলে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত রোববার সংঘর্ষের পর, বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যায়, এবং তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়।
কাশ্মির পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, অন্যান্য লুকানো বিচ্ছিন্নতাবাদীদেরও শিগগিরই নিষ্ক্রিয় করা হবে।