ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
এ সময় তার মরদেহবাহী কফিনটি জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়।
এর আগে সকাল ১০টা ২০ মিনিটে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শহীদ মিনারে আনা হয়।
এরপর একে একে সবাই ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি ভালোবাসা জানাতে ফুল দেন। শ্রদ্ধা জ্ঞাপন করতে আসা অনেকেই ছিলেন অশ্রুসিক্ত। প্রিয়জন হারানোর ব্যথা তাদের চোখে মুখে দেখা গেছে।
কেএম/আরএ/