আকাশপথে ঈদযাত্রায় ৭০ শতাংশ টিকিট শেষ
ঈদযাত্রায় গত কয়েক বছর থেকে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে আকাশপথে যাত্রা। ব্যয়বহুল হলেও এ পথেরও টিকিট পাওয়া এখন বেশ কষ্টকর। টিকিটের চাহিদার শীর্ষে রয়েছে সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশালের টিকিট। তবে আগ্রহ কম আন্তর্জাতিক রুটের।
সড়ক, নৌ ও রেলপথের সীমাহীন ভোগান্তি এড়াতে উড়োজাহাজে ঝুঁকছেন যাত্রীরা। সময় যত ঘনিয়ে আসছে টিকিটের দামও তত বাড়ছে।
দেশে নিয়মিত ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রী চাহিদা বাড়লে অভ্যন্তরীণ রুটের বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর প্রস্তুতি রয়েছে তাদের। ঈদের পাঁচ-সাতদিন আগে ফ্লাইটের এ চাহিদা বোঝা যাবে।
এখন রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা দেশের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইনসগুলো দিনে প্রায় সাত হাজার যাত্রী বহন করে। এর মধ্যে আসন্ন ঈদুল ফিতরে নীলফামারীর সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশালের টিকিটের চাহিদা বেশি।
চট্টগ্রাম ও সিলেটে স্বাভাবিক সময়ের তুলনায় টিকিটের চাহিদা কিছুটা বাড়ছে। যাত্রী চাহিদা না থাকায় ঈদের আগে ফ্লাইট কমছে কক্সবাজারে। তবে ঈদের পর টানা এক সপ্তাহ কক্সবাজারে টিকিটের চাহিদা কয়েকগুণ হয়।
এই বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইউএস-বাংলা নয়টি আন্তর্জাতিক (গুয়াংঝু, কলকাতা, চেন্নাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, দোহা, মালে, মাস্কাট, দুবাই, শারজাহ) রুটে ফ্লাইট পরিচালনা করে। এসব রুটে স্বাভাবিক সময়ের মতোই টিকিট বিক্রি হচ্ছে। যদিও গত বছরের তুলনার এবার আন্তর্জাতিক রুটে টিকিট বিক্রি কম। তবে অভ্যন্তরীণ রুটে ঈদুল ফিতর সামনে রেখে এরই মধ্যে ৭০ শতাংশ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।
ঈদের ছুটিতে আন্তর্জাতিক ফ্লাইটে টিকিট বিক্রি কমের কারণ জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, দুই বছর ধরে জেট ফুয়েলের দাম ক্রমেই বাড়ছে। এতে আন্তর্জাতিক ফ্লাইটে টিকিটের দাম বেড়েছে। এজন্য হয়তো আন্তর্জাতিক ফ্লাইটে ট্যুরিস্টদের চাহিদা কম। তবে ঈদের পাঁচ-সাতদিন আগে চাহিদা বাড়তে পারে।
ঈদে টিকিট চাহিদা সম্পর্কে জানতে চাইলে এয়ার অ্যাস্ট্রার উপব্যবস্থাপক (জনসংযোগ) সাকিব হাসান শুভ গণমাধ্যমকে বলেন, আরও সপ্তাহখানেক আগ থেকে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট রুটের অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ৬৫ শতাংশ টিকিট বিক্রি শেষ। এসব টিকিট ঈদের তিনদিন আগে যাওয়া এবং ঈদের পরদিন ঢাকায় ফেরার জন্য বুকিং দেওয়া। তবে কক্সবাজারের অধিকাংশ বুকিং ঈদের পর।
বিমান সূত্র জানায়, এখন রমজান উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া তিন হাজার ৬০০ টাকা, চট্টগ্রাম দুই হাজার ৪০০ টাকা, বরিশাল দুই হাজার ২০০ টাকা, যশোর দুই হাজার ২০০ টাকা, রাজশাহী দুই হাজার ২০০ টাকা, সিলেট দুই হাজার ২০০ টাকা ও সৈয়দপুর দুই হাজার ২০০ টাকা।
কেএম/এসএন