চীন-রাশিয়াও রোহিঙ্গা সমস্যার সমাধান চায়: পররাষ্ট্রমন্ত্রী
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
চীন ও রাশিয়াও রোহিঙ্গা সমস্যার সমাধান চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘে এই প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে। রাশিয়া-চীন আগে রোহিঙ্গা ইস্যুতে বাধা দিতো। তবে তারা এবার চুপ ছিল। তারাও এই সমস্যা দূর করতে চায়।
বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে আমার আলাপ হয়েছে। সব দেশই রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়।
জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। এটির রাজনৈতিক মূল্য রয়েছ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের ফলে রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হবে। এটা আমাদের জন্য একটি বিরাট সুখবর।
বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গ্রহণ করা হয়েছে। রোহিঙ্গা রেজুলেশন যৌথভাবে উত্থাপন করেছে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা প্রদর্শন করেছে, রেজুলেশনটিতে তার ভূয়সী প্রশংসা করা হয়।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)