মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

চীন-রাশিয়াও রোহিঙ্গা সমস্যার সমাধান চায়: পররাষ্ট্রমন্ত্রী

চীন ও রাশিয়াও রোহিঙ্গা সমস্যার সমাধান চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘে এই প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে। রাশিয়া-চীন আগে রোহিঙ্গা ইস্যুতে বাধা দিতো। তবে তারা এবার চুপ ছিল। তারাও এই সমস্যা দূর করতে চায়।


বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে আমার আলাপ হয়েছে। সব দেশই রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়।
জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। এটির রাজনৈতিক মূল্য রয়েছ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের ফলে রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হবে। এটা আমাদের জন্য একটি বিরাট সুখবর।


বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, প্রথমবারের মতো জাতিসংঘে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গ্রহণ করা হয়েছে। রোহিঙ্গা রেজুলেশন যৌথভাবে উত্থাপন করেছে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা প্রদর্শন করেছে, রেজুলেশনটিতে তার ভূয়সী প্রশংসা করা হয়।

Header Ad
Header Ad

‘আওয়ামী লিগ’ নামে নতুন দল গঠিত, নিবন্ধনের আবেদন ইসিতে

ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন চমক দেখা দিয়েছে। ‘আওয়ামী লিগ’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, যা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে। নতুন দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন উজ্জ্বল রায়, যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম নরেশ চন্দ্র রায় এবং মাতার নাম পারুল রায়।

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠানো আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেছেন যে, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে চলতি বছরের ২৪ মার্চ। তবে এই কমিটির মেয়াদ খুবই স্বল্প, যা আগামী ২০ এপ্রিল শেষ হবে।

দলের প্রতীক হিসেবে উজ্জ্বল রায় ‘নৌকা’ অথবা ‘ইলিশ’ চেয়েছেন। নিজের পদ সম্পর্কে তিনি আবেদনে উল্লেখ করেছেন যে, তিনি দলটির সভাপতি। দলটির প্রধান কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ, তবে নির্দিষ্ট কোনো সড়ক বা ভবনের নম্বর সেখানে উল্লেখ করা হয়নি।

নিজের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে উজ্জ্বল রায় বলেন, “আমি দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসন থেকে নির্বাচন করতে চাই। অতীতে আমি সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, কারণ আমি চাইতাম তিনি আমাদের এলাকার সমস্যা সমাধানে ভূমিকা রাখুন। কিন্তু তিনি এখন আর ক্ষমতায় নেই। তাই আমি নিজেই রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিবন্ধনের জন্য আবেদন করেছি।”

নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের নাম উল্লেখ করেছেন এবং তাকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থী হিসেবে দেখিয়েছেন। তবে এ প্রসঙ্গে জানতে চাইলে উজ্জ্বল রায় বলেন, “এটা কীভাবে হলো, তা বুঝতে পারছি না। তিনি তো এখন আর নেই, তবে আগে ছিলেন, তাই হয়তো উল্লেখ হয়ে গেছে।”

নির্বাচন কমিশন ইতোমধ্যে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে। এখন দেখার বিষয়, উজ্জ্বল রায়ের নেতৃত্বে গঠিত এই নতুন দল নিবন্ধন পেতে সক্ষম হয় কি না।

Header Ad
Header Ad

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ নানা নির্দেশনা।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনাসমূহ:

১. সারাদেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

২. চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ চেকপোস্ট বসানো হবে।

৩. সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের টহল বাড়ানো হবে।

৪. গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে বিজিএমইএ, বিকেএমইএ ও শিল্প পুলিশ সমন্বিত ব্যবস্থা নেবে।

৫. ঈদের কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেটগুলোতে পুলিশ মোতায়েন ও সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক।

৬. গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা হবে, অনিয়ম ও চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে।

৭. যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮. যমুনা ও পদ্মা সেতুর টোলপ্লাজাগুলোতে দ্রুত টোল আদায়ে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ব্যবস্থা জোরদার করা হবে।

৯. যানজট প্রবণ ১৫৫টি স্পটে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হবে।

১০. ঈদের আগে ও পরে সাত দিন প্রয়োজন ছাড়া পুলিশ মোটরযান থামাতে পারবে না।

১১. ঈদের তিন দিন আগে ও পরে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাক ও লরি মহাসড়কে চলাচল করতে পারবে না।

১২. ঈদের আগে ও পরে পাঁচ দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

১৩. দুর্ঘটনায় উদ্ধারকাজ পরিচালনায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও ডুবুরি দল প্রস্তুত থাকবে।

১৪. যানজট এড়াতে অকেজো যানবাহন দ্রুত সরিয়ে নিতে রেকার সার্ভিস প্রস্তুত রাখা হবে।

১৫. সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশের কন্ট্রোলরুম স্থাপন করা হবে, যা ৯৯৯ জরুরি সেবার সঙ্গে সংযুক্ত থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

Header Ad
Header Ad

শপথ নিলেন আপিল বিভাগের নতুন দুই বিচারপতি

শপথ নিলেন আপিল বিভাগের নতুন দুই বিচারপতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সুপ্রিম কোর্টে নতুন দুই বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান।

শপথ শেষে, বিচারপতিরা তাদের শপথ পত্রে স্বাক্ষর করেন এবং বাংলাদেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে বিচার করার অঙ্গীকার করেন। এরপর, প্রধান বিচারপতির সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন শপথ নেয়া দুই বিচারপতি। অনুষ্ঠানে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি, পাশাপাশি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের নিয়োগ দিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘আওয়ামী লিগ’ নামে নতুন দল গঠিত, নিবন্ধনের আবেদন ইসিতে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা
শপথ নিলেন আপিল বিভাগের নতুন দুই বিচারপতি
দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান
১৩তম এনোবল এওয়ার্ড পেলেন মাওলা সোহরাব হোসাইন আতিকী  
আন্দোলনরত পোশাক শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা, পুলিশের বাধা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার কে এল রাহুল
বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি: প্রধান উপদেষ্টা
এবার পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি
আজ বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ, যেভাবে দেখবেন
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ১৩৩০
মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
সাত বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
ঢাবির বিজ্ঞান ইউনিট ভর্তিতে ৯৪ শতাংশ শিক্ষার্থী ফেল    
‘বড় ভাই’ ভারতকে হারাতে চান হামজা-জামালরা    
ঈদের ছুটি ও বেতনের দাবিতে শ্রমিকদের সাভারে মহাসড়ক অবরোধ  
গোল করে আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা রাফিনিয়ার  
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত  
আজ সারাদেশে ১ মিনিটের ব্ল্যাকআউট