বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে। ট্রেনের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

বুধবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।

ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে বলেও জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, এবারের ঈদে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যদি কোনো ভুল-ত্রুটি হয় তবে সেটি আগামী কোরবানি ঈদে সংশোধন করা হবে।

মন্ত্রী আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। সবকটি টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ ছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসনের টিকেটও অনলাইনেই বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।

আরএ/

Header Ad
Header Ad

সুখী দেশের তালিকায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন থেকেও পিছিয়ে বাংলাদেশ  

ছবিঃ সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ১৪৭ দেশের মধ্যে ১৩৪তম। বৃহস্পতিবার (২০ মার্চ) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫-এর প্রতিবেদনে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ছিল ১২৯তম। ২০২৩ সালে এই তালিকায় বাংলাদেশ ছিল ১১৮তম।

অন্যদিকে সুখী দেশের তালিকায় ভারতের অবস্থান ১১৮তম, পাকিস্তানের অবস্থান ১০৯তম, মিয়ানমারের অবস্থান ১২৬তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম এবং নেপালের অবস্থান ৯২তম।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের পর যথাক্রমে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন, নেদারল্যান্ড, কোস্টা রিকা, নরওয়ে।

এ ছাড়া সুখী দেশের তালিকায় ৮তম স্থানে রয়েছে ইসরায়েল। এরপরেই আছে লুক্সেমবার্গ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, অষ্ট্রিয়া, ক্যানাডা, স্লোভেনিয়া।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আবারও স্থান পেয়েছে আফগানিস্তান। এরপরেই পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন দ্বিতীয় অসুখী দেশ হিসেবে তালিকায় রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে লেবানন, যা নিচ থেকে তৃতীয়।

সুখী দেশের এই তালিকা তৈরি করার জন্য তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোতে জরিপ চালানো হয়। জরিপে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়, তার মধ্যে রয়েছে একজন মানুষের নিজের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা (তার নিজের বিবেচনা অনুযায়ী), মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা ও সহায়তা পরিস্থিতি, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু ও দুর্নীতির মাত্রা।

এই গবেষণাটি অ্যানালিটিক্স সংস্থা গ্যালাপ ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্কের সহযোগিতায় পরিচালিত হয়েছে।

Header Ad
Header Ad

ড্যাপ সংশোধনের সিদ্ধান্ত স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকার বাসযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল সকালে সাড়ে ১০টায় ড্যাপ সংশোধন সম্পর্কিত সভা শুরু হয়। সভায় আমন্ত্রিত ছিলেন গৃহায়ন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ অন্যরা।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ড্যাপ সংশোধনে নগর পরিকল্পনাবিদদের সুপারিশ আমলে না নেয়া এবং কারিগরি কমিটি থেকে নগর পরিকল্পনাবিদদের বাদ দেয়ার বিষয় নিয়ে কথা হয়। এছাড়া ড্যাপ সংশোধনের ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীদের অংশীজন হিসেবে রাখার বিষয়টিকে সভায় ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা ‘স্বার্থজনিত দ্বন্দ্বমূলক’ হিসেবে উল্লেখ করা হয়। এসব বিষয় নিয়ে গৃহায়ন সচিবকে প্রশ্ন করা হলে সভায় তিনি সদুত্তর দিতে পারেননি।

জানা গেছে, গতকালের সভায় ড্যাপ চূড়ান্ত হওয়ার কথা ছিল। এরপর যেকোনো সময় সংশোধন গেজেট হয়ে কার্যকর করত সরকার। কিন্তু সভায় উপদেষ্টাদের আপত্তির মুখে ড্যাপ সংশোধন স্থগিত হয়ে যায়।

ড্যাপ সংশোধনে নগর পরিকল্পনাবিদদের পাশাপাশি পরিবেশবিদদের সুপারিশও গুরুত্ব দেয়ার বিষয়ে তাগিদ দেয়া হয়। এ সম্পর্কে জানতে চাইলে পরিবেশ ও জলাবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, ‘‌আমরা বলেছি, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদদের নিয়ে ড্যাপের ফ্লোর এরিয়া রেশিওর (এফএআর) বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমলা আর ইঞ্জিনিয়াররা মিলে এফএআর সংশোধন করে ফেলবে তা হওয়ার সুযোগ নেই। আর ঢালাওভাবে আবাসিক এলাকাকে বাণিজ্যিকে রূপান্তর করার বিষয়েও ভাবতে হবে। এ নিয়ে ঈদের পর একটি মিটিং হবে। সেখানে নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা তাদের সুপারিশ তুলে ধরার সুযোগ পাবেন।’

প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ আগস্ট ড্যাপ গেজেট হওয়ার পরই ব্যাপক বিতর্ক শুরু হয়। ড্যাপে ছোট প্লটের মালিকদের সঙ্গে বৈষম্য করা হয়েছে অভিযোগ তুলে তা সংশোধনের দাবি তোলেন আবাসন ব্যবসায়ী ও স্থপতিদের একাংশ। অন্যদিকে ঢাকার বাসযোগ্যতাকে ছাড় দিয়ে ড্যাপে কিছু কিছু এলাকায় ভবনের উচ্চতা অযৌক্তিকভাবে বেশি দেয়া হয়েছে বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের।

অনেক আলোচনা-সমালোচনা শেষে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো ড্যাপ সংশোধন হয়। সংশোধিত ড্যাপে কয়েক ক্যাটাগরিতে ভবনের উচ্চতায় ছাড় দেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী তিন বছরের জন্য সরকারি ও রাজউক অনুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পে ভবন নির্মাণের ক্ষেত্রে বর্তমান এফএআরের পাশাপাশি অতিরিক্ত আরো দশমিক ৫ এফএআর প্রণোদনা প্রযোজ্য হবে। এছাড়া যেসব এলাকায় এফএআরের মান ১ দশমিক ৫-এর নিচে সেসব এলাকায় ন্যূনতম ১ দশমিক ৫ এফএআর বিবেচনা করতে হবে। প্লটসংলগ্ন বিদ্যমান রাস্তা ৪ দশমিক ৮ মিটার হলে নতুন ড্যাপে এফএআরের মান ২। এ বিধান সংশোধন করে বলা হয়েছে, বিচ্ছিন্নভাবে ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এলাকা যেমন—বাড্ডা, ডেমরা, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, রায়েরবাজার, সাভার, কেরানীগঞ্জসহ এসব এলাকার ব্যক্তিমালিকানাধীন জমির সামনে ৩ দশমিক ৬৬ মিটার প্রশস্ত রাস্তা থাকলে সেখানে এফএআর বাড়িয়ে ২-এ উন্নীত করা হয়েছে।

Header Ad
Header Ad

সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় দুদক কর্মকর্তা মামুনুর রশীদ বরখাস্ত

দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাবেক স্ত্রীর করা ধর্ষণ মামলার আসামি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদকে সংস্থাটি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তিনি পরোয়ানা নিয়েই অফিস করছিলেন।

বুধবার (১৯ মার্চ) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এক অফিস আদেশে স্বাক্ষর করেন। দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওই আদেশে বলা হয়, এস এম মামুনুর রশীদের বিরুদ্ধে ‘ধর্ষণ মামলার পলাতক আসামি অফিস করছেন দুদকে’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বলা হয়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি নিয়মিত অফিস করছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের ক্ষমতার অপব্যবহার করে ভুক্তভোগীকে হেনস্তা করেছেন।

দুদক বলছে, এস এম মামুনুর রশীদের বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রী ফারহানা ইয়াসমিন মিম কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত, ২০০৩) এর ১১ (খ) / ৩০ ধারায় (যৌতুকের জন্য মারধর করে গুরুতর জখম ও সহায়তার অপরাধ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, সিরাজগঞ্জ এর নারী ও শিশু পিটিশন মামলা নম্বর-৮৫ / ২০২৪ দায়ের করা হয়।

ওই মামলায় গত ২২ অক্টোবর তারিখের তদন্ত প্রতিবেদনে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ উল্লেখ করেন, ‘উপস্থাপিত কাগজাদি ও পারিপার্শ্বিকতা পর্যালোচনায় আসামি এস এম মামুনুর রশীদের বিরুদ্ধে আনা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/ ০৩) এর ১১ (খ) ধারার অভিযোগের প্রাথমিক সত্যতা আছে মর্মে প্রতীয়মান হয়।

দুদক বলছে, মামুনের কার্যকলাপে দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তার কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর ২ (ঝ) (৫) অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধের শামিল। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর বিধান অনুযায়ী কমিশন কর্তৃক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন। সাময়িক বরখাস্তের এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

এস এম মামুনুর রশীদ ২০২২ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে যোগ দেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সুখী দেশের তালিকায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন থেকেও পিছিয়ে বাংলাদেশ  
ড্যাপ সংশোধনের সিদ্ধান্ত স্থগিত
সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় দুদক কর্মকর্তা মামুনুর রশীদ বরখাস্ত
মার্কিন বিমান হামলায় ইয়েমেনে ১৬ হুথি সদস্য নিহত
টাঙ্গাইলে মধ্যরাতে আগুনে পড়ুল ৮ দোকান, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণ
যুবদল পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে যে নাম্বারে যোগাযোগ করবেন  
ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার  
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক আজ
সিন্ডিকেট ইস্যুতে বাফুফেকে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার  
দুই দিনে গাজায় ইসরাইলি হামলায় ৯৭০ ফিলিস্তিনি নিহত    
ধানমন্ডি ৩২-এ সেই ভাঙা বাড়ির সামনে ছবি তুলে যা বললেন ন্যান্সি  
ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ২১ জন    
ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লো হামজা-জামালরা
অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব    
দেশের নেতৃত্ব যার কাছেই যাক, পরিবর্তিত ব্যবস্থা প্রয়োজন: নাহিদ ইসলাম
এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না: মির্জা ফখরুল
ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর হবে: তারেক রহমান
ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় ইউক্রেনের হামলা: রাশিয়ার অভিযোগ
ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা কমিটির সভা
ভারতে সাজাভোগ শেষে ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরলেন বেনাপোল দিয়ে