বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জঙ্গি হামলার হুমকিকে পাত্তা দিচ্ছেন না বইমেলার পাঠকরা

বইমেলায় জঙ্গিদের হামলার হুমকি পাত্তাই পায়নি পাঠকদের কাছে। আতঙ্কিত না হয়ে উল্টো বোমা হামলার হুমকি উপেক্ষা করে বইমেলায় ভিড় জমিয়েছেন পাঠক-দর্শনার্থীরা। জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্য প্রতিবাদের দেখা মিলল এবারের অমর একুশে বইমেলায়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায় শিশু-কিশোরদের নিয়ে মেলা প্রাঙ্গণে জমায়েত হয়েছেন অভিভাবকরা। সকাল থেকে শিশুপ্রহরের আনন্দ আয়োজনে শামিল হন হাজারো মানুষ।

এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি দিয়ে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলাম। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বেলা যত গড়িয়েছে, ততই চিরচেনা রূপ নেয় মেলায় শিশুসহ সবার আকর্ষণের জায়গা শিশুপ্রহর। সিসিমপুরে হালুম-শিকু-ইকরির পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠে ছোট্ট সোনামণিরা।

অভিভাবকরা জানান, বই পড়ার মধ্য দিয়েই জঙ্গিমুক্ত মানবিক সমাজ গড়ে উঠবে। উড়ো চিঠিতে ভয় পাওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। এসব হুমকি সফলভাবে মোকাবিলা করা সম্ভব। অতীতের মতোই জঙ্গিদের হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম হবে বলে নিজেদের আস্থা প্রকাশ করেন সর্বস্তরের পাঠকরা।

প্রকাশক-বিক্রেতারা জানান, বইমেলায় জঙ্গিদের হুমকির কোনো প্রভাবই পড়েনি। আগের বন্ধের দিনগুলোর মতোই এসেছেন পাঠক-দর্শনার্থীরা। বিক্রিও আগের তুলনায় বেড়েছে।

তবে বোমা হামলার হুমকির পর পূর্বনির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করেছেন দুইমন্ত্রী। শুক্রবার সকালে দুই মন্ত্রণালয় থেকে আলাদা বার্তায় জানানো হয়েছে, তারা বইমেলার অনুষ্ঠানে যাচ্ছেন না। বইমেলার পৃথক দুটি কর্মসূচিতে বইয়ের মোড়ক উন্মোচন করার কথা ছিল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, অনিবার্য কারণে সেতুমন্ত্রীর আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। নিজের সম্পাদিত সংবাদপত্র স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ওবায়দুল কাদেরের।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর ক্ষুদে বার্তায় জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেল ৫টায় একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এদিকে, এ হুমকির কারণে মন্ত্রীদের কর্মসূচি বাতিল করার কথা নাকচ করেছে পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, নিরাপত্তাজনিত কারণে দুই মন্ত্রীর কর্মসূচি বাতিল করা হয়নি। কারণ, মেলা প্রাঙ্গণে যথেষ্ট নিরাপত্তা বাড়ানো হয়েছে।

/এএস

Header Ad
Header Ad

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ২০২৫ সালের ‘শত প্রভাবশালী ব্যক্তিত্বের’ তালিকা। এ বছরের ‘লিডারস’ (নেতৃবৃন্দ) ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এই তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ড. ইউনূসকে ঘিরে টাইম ম্যাগাজিনে শ্রদ্ধা ও প্রশংসায় ভরা লেখাটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি লেখেন, “ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর, ড. মুহাম্মদ ইউনূস সেই পরিচিত নেতৃত্ব নিয়ে গণতন্ত্রের অভিযাত্রায় দেশের হাল ধরেছেন।”

হিলারি ক্লিনটন তার স্মৃতিচারণায় জানান, ক্ষুদ্রঋণের পথিকৃৎ ইউনূস কীভাবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিশেষ করে নারীদের ক্ষমতায়নে কীভাবে বিপ্লব এনেছেন— “গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ইউনূস কয়েক লাখ মানুষকে আত্মনির্ভর করেছেন। যাদের মধ্যে ৯৭ শতাংশই নারী।”

তিনি আরও জানান, ইউনূসের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল যুক্তরাষ্ট্রের আরকানসাসে, যখন ইউনূস সেখানেও ক্ষুদ্রঋণ কর্মসূচি চালুর প্রয়াস নিচ্ছিলেন। তিনি বলেন, “আমি তখন থেকেই তার কাজের প্রভাব বিশ্বজুড়ে দেখেছি। আজও, তিনি আবার নিজের দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দিচ্ছেন— নিপীড়ন থেকে মুক্তি, মানবাধিকারের প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারভিত্তিক একটি সমাজ গড়ার লক্ষ্যে।”

Header Ad
Header Ad

অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিরামপুর উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত পান্তা-ইলিশের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কিছু কর্মচারীর সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীর সামান্য ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন দলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বলেন, "ছোট একটি ঘটনা নিয়ে কিছু সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।"

তিনি আরও বলেন, "সংবাদপত্র হলো সমাজের দর্পণ। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা থাকা অত্যন্ত জরুরি। আমরা সকল সাংবাদিককে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Header Ad
Header Ad

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প

ফাইল ছবি

চীনের বিরুদ্ধে আবারও কড়া বাণিজ্যিক অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধমূলকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের শুল্ক বাড়ানোর জবাবে এবার ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে ২৪৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, "চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দেশ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজলেও চীন প্রতিরোধের পথ বেছে নিয়েছে। তাই চীনা পণ্যের ওপর এই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে।"

এর আগে, চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন বিশ্বের অনেক দেশের ওপর ১০ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে ৭৫টির বেশি দেশ আলোচনায় আগ্রহ দেখায় এবং যুক্তরাষ্ট্র তাদের ওপর শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখে।

তবে চীন ছিল একমাত্র দেশ যারা পাল্টা শুল্ক আরোপ করে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন চীনের পণ্যে ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করে স্পষ্ট বার্তা দিল যে বাণিজ্য যুদ্ধে তারা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্ববাজারে নতুন করে বাণিজ্য উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই "আমেরিকা ফার্স্ট" নীতি অনুসরণ করে আসছেন। দেশীয় শিল্প ও কর্মসংস্থান রক্ষার স্বার্থেই তিনি চীনের বিরুদ্ধে এমন কড়া বাণিজ্যিক অবস্থান নিয়েছেন বলে জানায় হোয়াইট হাউজ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
প্রখ্যাত ইসলামী বক্তা বজলুর রশীদের বিরুদ্ধে প্রতারণার মামলা
দারিদ্র্যপীড়িত রাজিবপুরে শিক্ষার্থীদের পকেট কাটছে রাজিবপুর সরকারি কলেজ
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দোষীদের শাস্তির দাবি
৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
৮৬ জনকে চাকরি দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নওগাঁ শহরে বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
মেহেরপুরে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ
ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে: নাহিদ ইসলাম
বিড়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ
চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষনের অপরাধে বাবার মৃত্যুদন্ড
শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’