জঙ্গি হামলার হুমকিকে পাত্তা দিচ্ছেন না বইমেলার পাঠকরা
বইমেলায় জঙ্গিদের হামলার হুমকি পাত্তাই পায়নি পাঠকদের কাছে। আতঙ্কিত না হয়ে উল্টো বোমা হামলার হুমকি উপেক্ষা করে বইমেলায় ভিড় জমিয়েছেন পাঠক-দর্শনার্থীরা। জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্য প্রতিবাদের দেখা মিলল এবারের অমর একুশে বইমেলায়।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায় শিশু-কিশোরদের নিয়ে মেলা প্রাঙ্গণে জমায়েত হয়েছেন অভিভাবকরা। সকাল থেকে শিশুপ্রহরের আনন্দ আয়োজনে শামিল হন হাজারো মানুষ।
এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি দিয়ে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলাম। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বেলা যত গড়িয়েছে, ততই চিরচেনা রূপ নেয় মেলায় শিশুসহ সবার আকর্ষণের জায়গা শিশুপ্রহর। সিসিমপুরে হালুম-শিকু-ইকরির পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠে ছোট্ট সোনামণিরা।
অভিভাবকরা জানান, বই পড়ার মধ্য দিয়েই জঙ্গিমুক্ত মানবিক সমাজ গড়ে উঠবে। উড়ো চিঠিতে ভয় পাওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। এসব হুমকি সফলভাবে মোকাবিলা করা সম্ভব। অতীতের মতোই জঙ্গিদের হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম হবে বলে নিজেদের আস্থা প্রকাশ করেন সর্বস্তরের পাঠকরা।
প্রকাশক-বিক্রেতারা জানান, বইমেলায় জঙ্গিদের হুমকির কোনো প্রভাবই পড়েনি। আগের বন্ধের দিনগুলোর মতোই এসেছেন পাঠক-দর্শনার্থীরা। বিক্রিও আগের তুলনায় বেড়েছে।
তবে বোমা হামলার হুমকির পর পূর্বনির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করেছেন দুইমন্ত্রী। শুক্রবার সকালে দুই মন্ত্রণালয় থেকে আলাদা বার্তায় জানানো হয়েছে, তারা বইমেলার অনুষ্ঠানে যাচ্ছেন না। বইমেলার পৃথক দুটি কর্মসূচিতে বইয়ের মোড়ক উন্মোচন করার কথা ছিল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, অনিবার্য কারণে সেতুমন্ত্রীর আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। নিজের সম্পাদিত সংবাদপত্র স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ওবায়দুল কাদেরের।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর ক্ষুদে বার্তায় জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেল ৫টায় একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এদিকে, এ হুমকির কারণে মন্ত্রীদের কর্মসূচি বাতিল করার কথা নাকচ করেছে পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, নিরাপত্তাজনিত কারণে দুই মন্ত্রীর কর্মসূচি বাতিল করা হয়নি। কারণ, মেলা প্রাঙ্গণে যথেষ্ট নিরাপত্তা বাড়ানো হয়েছে।
/এএস