মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সুন্দরবনবিনাশী কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর আহ্বান

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় মানুষের মুনাফালোভী, বনবিনাশী সকল কর্মকান্ড রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। একইসঙ্গে তারা ১৪ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

সুন্দরবন দিবস-২০২৩ পালন উপলক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা এ আহ্বান জানান।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, নাগরিক উদ্যোগ, উন্নয়ন ধারা ট্রাষ্ট, উবিনীগ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিডাস, ক্যাপস, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, বাউল ও লোকশিল্পী সংস্থা, নগরবাসী পরিবেশ আন্দোলন, হকার্স ইউনিয়ন এবং গ্রিন ভয়েসসহ অন্যান্য পরিবেশবাদী সংগঠনের যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে।

বাপার সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে ও বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাপা যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, স্থপতি ইকবাল হাবিব ও আলমগীর কবির, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সুন্দবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি নাজিম উদ্দীন, নগরবাসী পরিবেশ আন্দোলনের সভাপতি হাজী শেখ আনছার আলী, গ্রিন ভয়েস ঢাকা বিভাগের সভাপতি আব্দুস সামাদ প্রধান, গ্রিন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল কাদের জিলানী প্রমুখ।

সভাপতির বক্ত্যবে অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বলেন, সুন্দরবন দক্ষিণ এশিয়ার ফুসফুস। সুন্দরবন এদেশের রক্ষা কবজ। যতবার প্রাকৃতিক দুর্যোগ এসেছে ততবারই দক্ষিণ অঞ্চলকে সুন্দরবন মায়ের মতো আগলিয়ে রেখেছে। তথাকথিত উন্নয়নের ফলে শুধু সুন্দরবনই নয় বরং দেশ থেকে সব ধরনের বন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

তিনি বলেন, আমরা কিন্তু উন্নয়ন বিমুখ না। তবে যে সকল উন্নয়ন দেশের পরিবেশ, বন ও প্রকৃতি উজাড় করে করা হয়, সেই উন্নয়ন আমরা চাই না। সুন্দরবন রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থপতি ইকবাল হাবিব বলেন, দেশের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন। অসংখ্য জীববৈচিত্র্যের আঁধার খ্যাত এই সুন্দরবনের উপর উন্নয়নের নামে নানা ধরনের বন বিনাসী কর্মকাণ্ডচলছে। সুন্দরবন ধ্বংস হলে দেশের মানুষের অপূরণীয় ক্ষতি হবে। তাই নতুন প্রজম্মের মধ্যে এ বনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের মানুষের মধ্যে সুন্দরবন বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, দখল এবং দূষণের ভারে আক্রান্ত সুন্দরবন। গত ১০০ বছরে সুন্দরবনের আয়তন কমেছে ৪৫১ বর্গ কিলোমিটার। সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছের দেহে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। এসব মাছ খেলে মানুষের লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও বনবিভাগের অসৎ কর্মকর্তার যোগসাজসে প্রতিনিয়ত সুন্দরবনের অভয়াশ্রমে বিষ দিয়ে এবং অবৈধ ভাবে মাছ মারা হচ্ছে। সুন্দরবন বিনাসী সকল কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তারা।

এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

নগরবাসীকে স্বস্তি দিতে দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের ইফতারি(ভিডিও)

দায়িত্ব ও সেবায় রাস্তায় দাঁড়িয়েই তাদের ইফতার। ছবি:ঢাকাপ্রকাশ

রোজা রেখে দিনভর প্রচণ্ড রোদে রাজধানীর পথে পথে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। ইফতারের পর্ব সেরে নিতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই। একই সঙ্গে চলে যানবাহনের চাপ ও গতি সামলানোর গুরুদায়িত্ব।

নগরবাসী যাতে সঠিক সময়ে বাসায় বা গন্তব্যে পৌঁছে পরিবার ও স্বজনদের সঙ্গে ইফতারি করতে পারেন, সেজন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় তাদের। দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতারি করার সুযোগ হয়ে ওঠে না তাদের।

নগরবাসীকে স্বস্তি দিতে সড়কেই ইফতারি সেরে নিতে হয় ট্রাফিক পুলিশকে। রাস্তায় যানবাহনের চাপ সামলানোর কারণে কয়েক মিনিট বসার সুযোগও মেলে না। তাই দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের করতে হয় ইফতারি।

রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের ইফতারের এমন চিত্র চোখে পড়ে।

ট্রাফিক সদস্যরা জানান, সাধারণ মানুষ যাতে নিরাপদে ঘরে গিয়ে পরিবার পরিজনদের সঙ্গে ইফতারি করতে পারে, সেই লক্ষ্যে সব সময় কাজ করতে হয়। ইফতারের আগ মুহূর্তে অনেক সময় পানি হাতে দাঁড়িয়ে থাকি, আজান দেওয়ার পর ইফতারি সেরে নিই। কারণ আমাদের কাছে দায়িত্বটা অনেক বড় বিষয়।

দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য বিদ্যুত হোসেন বলেন, নগরবাসী যাতে সঠিক সময়ে বাসায় বা গন্তব্যে পৌঁছে পরিবার ও স্বজনদের সঙ্গে ইফতারি করতে পারেন সেজন্য আমাদের কর্তব্য বেড়ে যায়।  ইফতারের সময় আমরা রাস্তা ভাগ করে নিয়ে কাজ করি। অনেক সময় সবাইকে দাঁড়িয়েই ইফতারি করতে হয়। কিছু কিছু সময় ট্রাফিক সদস্যদের পুলিশ বক্সে পাঠিয়ে দিয়ে আমিসহ দু-একজন রাস্তায় দাঁড়িয়েই ইফতারি করি।

প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে ইফতারি করেন, খারাপ লাগে কি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেবা করাই আমাদের লক্ষ্যে। মানুষের সেবাটা আগে দেখতে হয়। তবে কিছু কিছু সময় পরিবার থেকে যখন ফোন করে জানতে চায়, তখন মন খারাপ লাগাটা খুবই স্বাভাবিক।

জানা গেছে, সরকারিভাবে ইফতারে তাদের একেক জনের জন্য একটি বেগুনি, একটি পেঁয়াজু, খেজুর সঙ্গে কিছু ছোলা আর মুড়ি বরাদ্দ দেওয়া হয়। অবশ্য নিজেদের উদ্যোগে আরও বেশ কয়েকটি ইফতারির আইটেম যুক্ত করে থাকেন তারা। কারওয়ানবাজার ট্রাফিক বক্সের পাশে দাঁড়িয়ে থাকা এক ট্রাফিক সদস্য জানান, ডিএমপি থেকে মাথাপিছু ১টি করে ইফতারের প্যাকেট বুঝিয়ে দেওয়া হয় দায়িত্বরত ট্রাফিক বক্সের কর্মকর্তাদের কাছে। 

আর এভাবেই নগরবাসী যাতে সঠিক সময়ে বাসায় বা গন্তব্যে পৌঁছে স্বজন-পরিবারের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে পারে সেজন্য তাদের এমন নিরলস প্রচেষ্ঠা আমাদের কাছে সহমর্মিতার বার্তা দেয়।

 

 

 

 

Header Ad
Header Ad

যমুনা রেলসেতুতে দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে: রেলপথ সচিব

ছবি: সংগৃহীত

যমুনা রেলসেতু নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রেলপথ সচিব বলেন, আগে যমুনা বহুমুখী সেতু পার হতে ট্রেনের ২০ মিনিট সময় লাগত। এখন যমুনা রেলসেতু দিয়ে মাত্র ৩ মিনিটে ট্রেন চলাচল করতে পারবে। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে সেতু পার হওয়া সম্ভব হবে, যা সময় সাশ্রয়ে সহায়ক হবে। পুরনো সেতুতে ট্রেন উঠার আগে অপেক্ষা করতে হতো এবং বিপরীত দিক থেকে ট্রেন পাস করার জন্য ট্রেন থামিয়ে রাখতে হতো।

তিনি আরও বলেন, রেলসেতুতে পণ্যবাহী ট্রেন চলাচলের সুবিধা থাকায় এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সেতুটি ডাবল ট্রাকের ডুয়েল গেজ হওয়ায় দুই পাশে থাকা ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হবে না।

ট্রেন চলাচলের সুবিধা বৃদ্ধির ফলে ভাড়া বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে সচিব জানান, আগে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন ভাড়া ছিল ৪০৫ টাকা, যা বাড়িয়ে এখন ৪৫০ টাকা করা হয়েছে। নতুন ভাড়া আগামীকাল (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

উত্তরের রেলপথ সিঙ্গেল হওয়ায় এই সেতুর সুফল কতটা পাওয়া যাবে—এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, ঈশ্বরদী থেকে রেলসেতু পর্যন্ত ৭১ কিলোমিটার এবং রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত ৪৩ কিলোমিটার মিলে মোট ১১৪ কিলোমিটার রেলপথ সিঙ্গেল লাইন রয়েছে। এটি ডাবল লাইনে রূপান্তরের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এটি অগ্রাধিকার প্রকল্পের আওতায় রয়েছে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুয়ুকি। প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

Header Ad
Header Ad

এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ খান, থাকছেন আল্লু অর্জুন!

শাহরুখ খান ও আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরুতেই খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেছিলেন শাহরুখ খান। তার প্রথম বড় সাফল্য ছিল ‘বাজিগর’ সিনেমার নেতিবাচক চরিত্র, যেখানে তার দুর্দান্ত অভিনয় তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর থেকে কখনও একেবারে সাধারণ নায়ক হিসেবে পর্দায় দেখা যায়নি তাকে। দীর্ঘ সময় পর, আবারও খলনায়ক হিসেবে ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান।

এবার শোনা যাচ্ছে, শাহরুখকে দক্ষিণী সিনেমা-তে খলনায়ক হিসেবে দেখা যাবে। তাকে এমন চরিত্রে নিয়ে আসছেন ‘পুষ্পা’ পরিচালক সুকুমার।

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

এই সিনেমায় শাহরুখ খানকে গ্রামের মেঠো চরিত্রে দেখা যাবে, যেখানে তিনি অ্যান্টি-হিরো চরিত্রে অভিনয় করবেন। ছবিটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা, যেখানে শাহরুখ এবং পুষ্পারাজ (আল্লু অর্জুন) একসাথে পর্দায় উপস্থিত হবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের খলনায়ক চরিত্রটি নতুন ধরণের ভিলেন ভার্সেস ভিলেন লড়াই নিয়ে আসবে, যা দর্শকদের জন্য নতুন এক চমক হতে পারে। অনেকেই সামাজিক মাধ্যমে আলোচনা করছেন, শাহরুখের ‘ডন’ কিংবা ‘রইস’-এর মতো ভয়ংকর চরিত্র আল্লু অর্জুনের ‘পুষ্পা’ স্টাইলের সঙ্গে কীভাবে পর্দায় ঝড় তুলবে, তা নিয়ে।

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

তবে এটা প্রথম নয়, এর আগেও শাহরুখ খান দক্ষিণী পরিচালকদের ছবিতে কাজ করেছেন। তিনি মণিরত্নম-এর ‘দিল সে’ এবং অ্যাটলি-এর ‘জাওয়ান’ ছবিতে অভিনয় করেছেন। এ কারণে দক্ষিণী সিনেমার সাথে তার সম্পর্ক নতুন নয়, বরং তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অংশ। এখন অপেক্ষা, শাহরুখ খান ও আল্লু অর্জুনের এই জুটির সিনেমা পর্দায় কতটা সাড়া ফেলে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নগরবাসীকে স্বস্তি দিতে দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের ইফতারি(ভিডিও)
যমুনা রেলসেতুতে দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে: রেলপথ সচিব
এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ খান, থাকছেন আল্লু অর্জুন!
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
আপনি কি পরিবারের বড় সন্তান? আপনাকে অভিনন্দন!
টিসিবির জন্য রাইস ব্রান তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত সরকারের
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
শেখ হাসিনা ও রেহানার পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ
ফেসবুক স্টোরি থেকেও আয়ের সুযোগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীনে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান
নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির জারিকৃত গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত
সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মারা গেছেন
বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
‘যমুনা রেল সেতু’র উদ্বোধন সম্পন্ন, হুইসেল বাজিয়ে ছুটল উদ্বোধনী ট্রেন
বকেয়ার বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ, জাবি উপাচার্যের পেনশন বাতিল
‘কবজি কাটা’ গ্রুপের সদস্য পানি রুবেল গ্রেপ্তার    
ঢাকায় আসেননি ফাহমিদুল, ফিরে গেছেন ইতালি