রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় ৫৭ লাখ ডলার দেবে জাপান

জাপান কক্সবাজার ও ভাসান চরে রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নয়ন এবং আশ্রয়কেন্দ্রের উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫৭ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সংক্রান্ত নোটে সই করেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও আইওএমের পক্ষে বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর অ্যাসোয়েভ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কক্সবাজারের রোহিঙ্গা এবং আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায় পর্যাপ্ত আশ্রয়ের অভাবের কারণে যেখানে তাদের গোপনীয়তা, নিরাপত্তা, সুরক্ষা এবং মর্যাদা ঝুঁকির মধ্যে রয়েছে।
এ ছাড়াও, ভাসান চরে, জীবিকার সুযোগ যেমন জলজ পালন, ছোট গবাদি পশু পালন, বৃত্তিমূলক এবং জীবন দক্ষতা প্রশিক্ষণ আরও বাড়াতে হবে।
‘ভাসান চর এবং কক্সবাজার জেলায় আশ্রয়কেন্দ্র উন্নয়ন এবং কমিউনিটি বিল্ডিং প্রচারের প্রকল্প’ শিরোনামের প্রকল্পটি কক্সবাজার ক্যাম্প এবং হোস্ট সম্প্রদায়ের ৩৪ হাজার জনেরও বেশি লোককে নিরাপদ স্থান, সুরক্ষা এবং মনোসামাজিক কার্যকলাপে প্রবেশাধিকার বাড়াতে সক্ষম করবে।’
১১ হজার ৫০০টিরও বেশি পরিবার এক্ষেত্রে সহায়তা পাবে। প্রকল্পটি বর্ধিত সাইট ম্যানেজমেন্ট অ্যান্ড সাইট ডেভেলপমেন্ট (এসএমএসডি) কাজের মাধ্যমে ক্যাম্পের বাসিন্দাদের জীবনযাত্রার অবস্থার উন্নতি ঘটাবে।
প্রকল্পটি ভাসান চরে উন্নত জীবিকার সুযোগের মাধ্যমে রোহিঙ্গাদের বিশেষ করে নারী ও যুবকদের আত্মনির্ভরশীলতাকে শক্তিশালী করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরইউ/এমএমএ/
