হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায়

ফাইল ফটো
চলতি বছর পবিত্র হজ পালন করতে যাওয়া বাংলাদেশিরা ঢাকায় প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন শেষ করে যেতে পারবেন। বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে হওয়া ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী সৌদিগামী হাজিদের প্রি অ্যরাইভাল ইমিগ্রেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে।
বুধবার (১ ফেব্রুয়ারি) হজ উপলক্ষে প্যাকেজ প্রস্তুত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভা শেষে মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী চলতি বছর হজের কোটা হচ্ছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১৫ হাজার জন। বাকি এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজে বিভিন্ন খাতের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। মিনার তাঁবুর সি ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, মিনার তাঁবুর অবস্থান সংক্রান্ত ক্যাটাগরি গ্রহণের ভিত্তিতে বেসরকারি এজেন্সিগুলো সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব স্ব প্যাকেজ ঘোষণা করবে। তাঁবুর অবস্থান ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের ন্যায় নিশ্চিত করতে হবে।
এনএইচবি/আরএ/
