চুয়াডাঙ্গায় সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : ঢাকাপ্রকাশ
চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ,জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান)দেবাশীষ কুমার দাস, অতিরিক্ত উপ-রিচারক (শস্য) কৃষ্ণ রায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আলী আকবর ও সাধারণ সম্পাদক আব্দুর বারী, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আসলাম হোসেন অর্ক ।
সার ও বীজ মনিটরিং সভায় জানানো হয়, ১৬ মার্চ পর্যন্ত জেলায় ইউরিয়া সার বরাদ্দ আছে ৩ হাজার ৮৮২ মেট্টিক টন ও মজুদ আছে ৩ হাজার ৫৬৯ মেট্টিক টন, টিএসপি বরাদ্দ আছে ৮৮৩ মেট্টিক টন ও মজুদ আছে ৮৩৯ মেট্টিক টন, এমওপি বরাদ্দ আছে ৮০৪ মেট্টিক টন ও মজুদ আছে ১ হাজার ৫৯৯ মেট্টিক টন ও ডিএপি বরাদ্দ আছে ১ হাজার ৩৮৪ ও মজুদ আছে ৬ হাজার ৭৭৮ মেট্টিক টন। সভায় আরো জানানো হয়, নীতিমালায় থাকলেও ইউনিয়ন পর্যায়ে সার সঙ্কট এড়াতে কম সংখ্যক সার ডিলার নিয়োগ করার ব্যাপার সচেষ্ট থাকতে হবে।
